প্রতীকী ছবি।
কলকাতা এবং হাওড়ার পুরভোট নিয়ে বিজেপি-র দায়ের করা মামলার শুনানি হল না বুধবার। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানি হতে পারে আগামী সোমবার। শুনানি না হলেও রাজ্যের ওই দুই পুর কর্পোরেশনে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্য সরকারের সুপারিশ অনুসারে, কলকাতা এবং হাওড়ায় আগামী ১৯ ডিসেম্বর নির্বাচন এবং ২২ ডিসেম্বর ফলপ্রকাশ হওয়ার কথা। কিন্তু রাজ্যের সব পুরসভাতে এক সঙ্গে ভোট করানোর আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা। কেন সব পুরসভাতে কলকাতা এবং হাওড়ায় আগে ভোট হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই আদালতে হলফনামা জমা দিয়েছে রাজ্য।
পাশাপাশি ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আদালত। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে কোনও নির্দেশিকাও দেয়নি হাই কোর্ট। তাই আইনজীবীদের একাংশ মনে করছেন, যেহেতু আদালত এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি এবং মামলাকারীরাও ভোট স্থগিতের আবেদন জানায়নি। তাই আইনত ভোট বিজ্ঞপ্তি প্রকাশ করতে বাধা নেই রাজ্য নির্বাচন কমিশনের। জানা গিয়েছে, ১৯ ডিসেম্বর ভোটের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় কি না, তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।
মঙ্গলবারই নির্বাচনের সূচি কমিশন ঘোষণা করতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু তা হয়নি। তবে এই মামলার ফের শুনানির আগেই কলকাতা এবং হাওড়ার ভোটের ঘণ্টা বাজাতে পারে কমিশন।