COVID-19

Covid 19: আংশিক লকডাউনের মধ্যেই কৃষিকাজ, গ্রামীণ উন্নয়নের কাজে ছাড় দিল রাজ্য

রাজ্যে সংক্রমণ বৃদ্ধির জেরে কৃষি সংক্রান্ত বেশি কিছু কাজকর্ম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এ বার তাতে ছাড় দেওয়া হল।

Advertisement
শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১৯:০৯
Share:

ফাইল চিত্র।

লকডাউনের মাঝেই বেশি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। সংক্রমণের গতিতে লাগাম পরাতে মে মাসের মাঝামাঝি আংশিক লকডাউন জারি করা হয়েছে রাজ্য জুড়ে।

রাজ্যে সংক্রমণ বৃদ্ধির জেরে কৃষি সংক্রান্ত বেশি কিছু কাজকর্ম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এ বার তাতে ছাড় দেওয়া হল। রবিবার রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কৃষি সংক্রান্ত সব কাজ এখন থেকে করা যাবে। কৃষিপণ্য পরিবহণ, সার, বীজ, কীটনাশক এবং কৃষির সরঞ্জাম বিক্রিতেও ছাড় দেওয়া হয়েছে।

পাশাপাশি গ্রামীণ এলাকায় উন্নয়নের কাজ, বন্যা প্রতিরোধ এবং প্রাক বর্ষা সংক্রান্ত কোনও জরুরি কাজের ক্ষেত্রেও অনুমতি দেওয়া হয়েছে। তবে সব ক্ষেত্রেই সরকার নির্দেশিত কোভিড বিধি মানতে হবে।

এ ক্ষেত্রে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সংক্রান্ত নিয়মগুলি যাতে কোনও ভাবেই লঙ্ঘন না হয় সে দিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement