জগদীপ ধনখড় এবং নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন তিনি। বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁদের দু’জনের মধ্যে কিছুক্ষণ একান্তে আলোচনাও হয়।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মোদীর সঙ্গে বৈঠকের পর ধনখড় বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।’’
মঙ্গলবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর দু’দিনের সফরে দিল্লি রওনা হয়েছিলেন ধনখড়। এর পরেই তাঁর এই সফরের ‘উদ্দেশ্য’ নিয়ে জল্পনা শুরু হয়। রাজভবন সূত্রের খবর, দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও ধনখড় দেখা করতে পারেন।
এর আগে গত ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে সে সময় ধারাবাহিক ভাবে শাসকদলের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলছিলেন তিনি। সেই প্রেক্ষিতে তাঁর দিল্লি সফর নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছিল। মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে ফের দিল্লি গেলেন রাজ্যপাল।