Jagdeep Dhankhar

সংক্ষিপ্ত সফরে আসছেন ধনখড়

সংক্ষিপ্ত সফরে এসে কাল, বৃহস্পতিবার গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ধনখড়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৫
Share:
জগদীপ ধনখড়।

জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।

উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কলকাতায় প্রথম বার প্রকাশ্য অনুষ্ঠানে আসছেন জগদীপ ধনখড়। সংক্ষিপ্ত সফরে এসে কাল, বৃহস্পতিবার গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ধনখড়ের। এই সফরে তারাপীঠ দর্শনেও যাওয়ার কথা উপ-রাষ্ট্রপতির। এই রাজ্যে ২০১৯ সালের জুলাই থেকে ২০২২-এ উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত রাজ্যপাল ছিলেন ধনখড়। সম্প্রতি তিনি ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্য বিধানসভায় এসে কোনও অনুষ্ঠানে বক্তৃতা করার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement