সুরঞ্জন দাস
তিন বছর পরে কাল, বুধবার যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন। সেই ভোটে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আবেদন জানালেন উপাচার্য সুরঞ্জন দাস। শিক্ষা শিবিরের পর্যবেক্ষণ, এই প্রথম যাদবপুরে ছাত্র নির্বাচনের আগে কোনও উপাচার্যের তরফে এই ধরনের আবেদন জানানো হল।
যাদবপুরে যে বরাবরই শান্তিপূর্ণ ভাবে ছাত্রভোট হয়, সোমবার উপাচার্য তাঁর আবেদনে সেটাও মনে করিয়ে দিয়েছেন। তিনি জানান, যাদবপুরের পড়ুয়ারা বহু বছর ধরেই সামাজিক ন্যায় ও সচেতনতার আন্দোলনে সামনের সারিতে রয়েছে, যা খুবই গর্বের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে যে-সহযোগিতা ও গঠনমূলক ঐতিহ্য রয়েছে, এ বারেও তা বজায় থাকবে। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে বলেই আশা প্রকাশ করেছেন সুরঞ্জনবাবু। প্রশ্ন উঠছে, এত বছর ধরে তো শান্তিপূর্ণ নির্বাচনই হয়ে আসছে। তা হলে এ বার উপাচার্যকে এই ধরনের আবেদন করতে হল কেন? বিশ্ববিদ্যালয়ের অন্দরের মত, সুষ্ঠু ছাত্রভোটের ধারা চলে আসছে ঠিকই। তবে সাম্প্রতিক বেশ কিছু ঘটনার জেরে এ বারের ছাত্র নির্বাচন ঘিরে গন্ডগোলের আশঙ্কা তৈরি হয়েছে।
এ বারেই প্রথম যাদবপুরের ছাত্রভোটে লড়ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাদবপুরে আসার পরে যে-বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনা ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। সে-দিনই এবিভিপি কলা বিভাগের ছাত্র সংসদের ঘর ভাঙচুর করেছিল। বাবুলকে হেনস্থার প্রতিবাদে গোল পার্ক থেকে সেলিমপুর পর্যন্ত মিছিল করেছিল এবিভিপি। সেই মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়ার কথা ছিল, তাই ক্যাম্পাসের গেটে আগে থেকেই মানবশৃঙ্খল তৈরি করে রেখেছিলেন যাদবপুরের শিক্ষক-শিক্ষিকারা। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি, এনপিআর-বিরোধী আন্দোলনের সামনের সারিতে রয়েছেন যাদবপুরের পড়ুয়ারা। এই আবহে এ বার এবিভিপি ছাত্রভোটে যোগ দিচ্ছে।
এবিভিপি-র পোস্টারের উপরে পোস্টার সেঁটে দেওয়ার অভিযোগ উঠেছে এসএফআইয়ের বিরুদ্ধে। এবিভিপি-র বিরুদ্ধে তাদের পোস্টার, প্ল্যাকার্ড ছেঁড়ার অভিযোগ করেছে এসএফআই-ও। কলা বিভাগের বিদায়ী ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং এসএফআই নেতা দেবরাজ দেবনাথ এ দিন বলেন, ‘‘ভোটের দিন আমাদের ক্যাম্পাসে গণতন্ত্রের উৎসব হয়। নির্বাচন মানে মারদাঙ্গা, অশান্তি নয়।’’ তিনি জানান, ঐক্যবদ্ধ ভাবেই তাঁরা ক্যাম্পাস বাঁচানোর লড়াইয়ে শামিল হবেন। ছাত্রভোটে এবিভিপি-র অন্যতম প্রার্থী শুভদীপ কর্মকারের দাবি, ক্যাম্পাসে ভোট ঘিরে বামেরাই অশান্তি ছড়াতে পারে। ‘‘অশান্তি ছড়ালে আমরা প্রতিরোধ করব,’’ বলেন শুভদীপ।