ছবি: সংগৃহীত।
ভাটপাড়া-সহ রাজ্যের নানা জায়গায় অশান্তির ঘটনার রেশ এসে পড়ল বিধানসভায়। এক দিনের জন্য নিলম্বিত (সাসপেন্ডেড) করা হল বাগদার বিধায়ক দুলাল বরকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে মার্শালের তত্ত্বাবধানে বিধায়ককে পাঁজাকোলা করে সভার বাইরে বার কে দেন নিরাপত্তারক্ষীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কড়া পদক্ষেপের দাবি করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও।
বিধানসভার অধিবেশনের শুরুতেই সোমবার দলীয় কর্মীদের উপরে আক্রমণের ঘটনা নিয়ে সরব হন বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক দুলালবাবু। খাতায়-কলমে তিনি অবশ্য এখনও কংগ্রেসের বিধায়ক। এই বিষয়ে ‘পয়েন্ট অব অর্ডার’ তুলতে চেয়েছিলেন দুলালবাবু। স্পিকার তাতে আপত্তি জানালেও কর্ণপাত করেননি বিধায়ক। বিজেপিতে যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে ওয়েলের কাছে এসে প্রতিবাদ জানাতে থাকেন দুলালবাবু। স্পিকার বারংবার সতর্ক করলেও তিনি থামেননি। এমন আচরণের জন্য দুলালবাবুকে এক দিনের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করে তাঁকে কক্ষ থেকে বার করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে দুলালবাবুকে কার্যত পাঁজাকোলা করে বার করে দেওয়া হয়। বাইরে কিছু ক্ষণ ধর্নায় বসেন দুলালবাবু ও বিজেপির আরও দুই বিধায়ক।
পরে দুলালবাবু বলেন, ‘‘আমার সতীর্থের উপরে আক্রমণের প্রতিবাদ করে তাঁর নিরাপত্তার দাবি করেছিলাম। দোষীদের সাজার দাবি করায় আমাকে বার করে দেওয়া হয়েছে।’’ ঘটনার ‘তদন্ত চলছে’ বলে কারণ দেখিয়ে বিরোধী দলনেতাকে অবশ্য ভাটপাড়া নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। তবে সভার বাইরে মান্নান বলেন, ‘‘কেন্দ্র ও রাজ্যের শাসক দল উস্কানিমূলক আচরণ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা থাকছে না।’’