Udayan Guha

পুজো কমিটি ছাড়তে চান, বার্তা উদয়নের

উদয়ন দিনহাটার দু’টি পুজো কমিটির সভাপতি। তার মধ্যে একটি পুজো তাঁর দলীয় অফিসের সামনেই হয়।

Advertisement

নমিতেশ ঘোষ

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ০৮:০৬
Share:

উদয়ন গুহ। —ফাইল চিত্র।

পুজোয় চাই পুরস্কার! কারণ, পুরস্কারই পরের বছরে এনে দিতে পারে মোটা টাকার পৃষ্ঠপোষক। এবং এই পুরস্কারের দৌড়ে রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীদের পুজো এগিয়ে থাকে বলে বরাবরই অনুযোগ রয়েছে অন্য পুজো কমিটিগুলির। কলকাতার ক্ষেত্রে মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম বা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজোগুলির নাম সামনে এসেছে। এ বারে একই প্রশ্ন উঠল কোচবিহারের দিনহাটায়। যার নিশানা রাজ্যেরই আর এক মন্ত্রী, উদয়ন গুহ। তার জেরে উদয়ন সমাজমাধ্যমে ঘোষণা করলেন, এর পরে সরাসরি তিনি কোনও পুজো কমিটির সঙ্গে যুক্ত থাকবেন না।

Advertisement

উদয়ন দিনহাটার দু’টি পুজো কমিটির সভাপতি। তার মধ্যে একটি পুজো তাঁর দলীয় অফিসের সামনেই হয়। লোকমুখে শোনা যায়— ‘‘ওটা মন্ত্রীরই পুজো।’’ উদয়ন অবশ্য বলেন, ‘‘দিনহাটায় একাধিক ভাল পুজো হয়। তার মধ্যে থেকে দু’-একটি সেরার সেরা হয়। ওই পুজো কমিটির সঙ্গে যে হেতু আমি রয়েছি, তাই অনেকে এমন বলছেন।’’ তার পরেই তিনি যোগ করেন, ‘‘আগামী বার কোনও পুজোর সঙ্গে থাকব না বলে জানিয়েছি।’’ সে কথা সমাজমাধ্যমেও তিনি জানিয়ে দিয়েছেন: ‘এ বার একটি সিদ্ধান্ত নিয়েছি। সরাসরি আর কোনও পুজো কমিটির সঙ্গে যুক্ত থাকব না।’

কেন হঠাৎ দিনহাটাতেও মন্ত্রীর পুজো নিয়ে আলোচনা শুরু হল? উদয়নের দলীয় অফিসের সামনের সর্বজনীনটি এ বারে ষাট বছরে পা দিল। ওই পুজোর ঝুলিতে এ বারে সাতটি পুরস্কার এসেছে। তার মধ্যেই একটি ‘বিশ্ব বাংলা’র জেলার সেরা পুজো। গত দশ বছর ধরে ওই পুজো কমিটির সভাপতি উদয়ন। ওই পুজো কমিটির সহ-সম্পাদক শুভঙ্কর রায় অবশ্য বলেন, ‘‘মন্ত্রী আমাদের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে আমাদের পুজো পুরস্কার পায়— অনেকে এমন বলে থাকেন। কিন্তু উনি যখন মন্ত্রী ছিলেন না, তখনও আমরা সেরা পুজোর সম্মান পেয়েছি।’’

Advertisement

ঠিক একই ভাবে কলকাতাতেও শাসক দলের নেতা-মন্ত্রীদের পুজো নিয়ে অনেকেই কটাক্ষ করে থাকেন। বিজেপির কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে-রও দাবি, ‘‘রাজ্যের মন্ত্রী যে প্রভাব খাটাবেন, তা প্রায় সবাই স্বাভাবিক হিসেবেই ধরে নিয়েছেন।’’

এমন সব দাবি উড়িয়ে দিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, ‘‘সারা রাজ্যে হাজার-হাজার পুজোয় কোন মন্ত্রী কোথায় যুক্ত, তা দেখে কি বাছাই করা সম্ভব!’’ তাঁর সংযোজন, ‘‘রাজ্যে প্রায় সকলেই তৃণমূল সমর্থক। ফলে, পুরস্কার যেখানেই যাক, সেখানেই তৃণমূল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement