হাসপাতালে আহত পুলিশকর্মীরা।—নিজস্ব চিত্র।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানায় বাজেয়াপ্ত করা বাজি বিস্ফোরণে আহত হলেন দুই পুলিশ কর্মী। আহতেরা হলেন দিব্যেন্দু আচার্য ও আশিস দাস।
পুলিশ সূত্রে খবর, দীপাবলির সময় এলাকা থেকে প্রচুর বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলো মজুত করা ছিল থানার ভিতরে। রবিবার সন্ধ্যায় আশিস ও দিব্যেন্দু থানা পরিষ্কার করছিলেন। হঠাত্ই প্রবল বিস্ফোরণ ঘটে মজুত করে রাখা বাজিতে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে দুই পুলিশকর্মীই গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে প্রথমে দাঁতন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কী ভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।
আরও পড়ুন: এনআরএস হাসপাতাল চত্বরে ১৬ কুকুর শাবকের দেহ উদ্ধার
আরও পড়ুন: ভাড়া নিয়ে পর্যটক আর টোটো চালকদের হাতাহাতি, ধুন্ধুমার দিঘায়