Accident in Murshidabad

নতুন বাইক নিয়ে কেরামতি! মুর্শিদাবাদের কৃষ্ণপুরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের

মৃত দুই তরুণের নাম পার্থ দাস (১৯) এবং প্রসেনজিৎ হালদার (২১)। পার্থ ও প্রসেনজিৎ পেশায় রাজমিস্ত্রি। দু’জনেরই বাড়ি লালগোলা থানার অন্তর্গত লস্করপুর গ্রামে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮
Share:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

নতুন কেনা বাইকে বন্ধুকে চাপিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তরুণ। বাইক ছুটছিল বেপরোয়া গতিতে। সেটাই কাল হল। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই আরোহীরই। শুক্রবার রাতে মুর্শিদাবাদের লালগোলায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই তরুণের নাম পার্থ দাস (১৯) এবং প্রসেনজিৎ হালদার (২১)। পার্থ ও প্রসেনজিৎ পেশায় রাজমিস্ত্রি। দু’জনেরই বাড়ি লালগোলা থানার অন্তর্গত লস্করপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে নতুন কেনা বাইক নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে লালগোলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন দুই তরুণ। তখনই লালগোলার কৃষ্ণপুর-নিচুতলা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোড়ের কাছে বিশেষ কায়দায় বাইক ঘোরানোর চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারের বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে। বাইক-সহ ছিটকে পড়েন দু’জনে। দুর্ঘটনার সময় দুই তরুণের কারও মাথাতেই হেলমেট ছিল না। ফলে বাইক থেকে পড়ে গিয়ে দু’জনেই মাথায় গুরুতর চোট পান। স্থানীয়েরাই তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় দুই তরুণকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

পার্থের জামাইবাবু আশিস দাস বলেন, ‘‘প্রসেনজিৎ আর পার্থ খুব ভাল বন্ধু ছিল। ওরা যেখানেই যেত একসঙ্গেই যেত। প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছি, দ্রুত গতিতে কেরামতি দেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।’’ ঘটনায় তদন্ত করছে লালগোলা থানার পুলিশ। শনিবার দুই তরুণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement