অঘটন: ধাক্কার জেরে সম্পূর্ণ তুবড়ে গিয়েছে অটোর সামনের অংশ। মঙ্গলবার, প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরে। —নিজস্ব চিত্র।
দিনের ব্যস্ত সময়ে রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটল বিপত্তি। অটো ও গাড়ির সংঘর্ষে আহত হলেন এক বৃদ্ধ-সহ দু’জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গরফা থানা এলাকার অভিষিক্তা মোড়ের কাছে। এই ঘটনায় কোনও প্রাণহানি না হলেও ব্যস্ত রাস্তায় অপটু হাতে গাড়ি নিয়ে চালক এলেন কী করে, সেই প্রশ্ন উঠেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের মণ্ডলপাড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকা গলি থেকে বেরিয়ে একটি গাড়ি পথ বিভাজিকায় ধাক্কা মারে। ব্যস্ত সময়ে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি ছিল। অন্য একটি গাড়ি এবং যাত্রী-সহ অটো রাস্তার মাঝ বরাবর এসে প্রথম গাড়িটিতে ধাক্কা মারে। আহত হন অটোর চালক এবং আরোহী এক বৃদ্ধ। স্থানীয়েরা জানিয়েছেন, রুবি থেকে চিকিৎসককে দেখিয়ে অটোয় করে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ। তাঁকে এবং অটোর চালককে দ্রুত ই এম বাইপাস সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, প্রথম গাড়িটিতে এক যুবক চালানো শিখছিলেন। অপটু হাতে তিনি গাড়ির উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘গলির ভিতরে
গাড়ি চালানো শিখছিলেন যুবক। গাড়িতে অন্য কেউ ছিল না। মোড়ের কাছে এসে গাড়িটি একবার দাঁড়ায়। তার পরে হঠাৎ দ্রুত গতিতে ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয়।’’ দুর্ঘটনার পরেই ওই গাড়ির চালক পালিয়ে যান। এ দিন গরফা থানায় দাঁড়িয়ে অন্য ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক প্রবাল গুহঠাকুরতা বলেন, ‘‘ই এম বাইপাসের দিক থেকে আসছিলাম। হঠাৎ সাদা রঙের গাড়িটি বাঁ দিকের গলি থেকে বেরিয়ে সামনে চলে আসে। কোনও রকমে প্রাণে বেঁচেছি।’’ প্রথম গাড়িটি আটক করেছে পুলিশ। চালকের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।