লোপাট ৪০ কোটি, ব্যবস্থার আশ্বাস ভ্রমণ সংস্থার বিরুদ্ধে

অক্টোবরের প্রথম সপ্তাহে লিটল রাসেল স্ট্রিটে ওই সংস্থার দফতরে গিয়ে দেখা যায়, ঝাঁপ ফেলে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৬
Share:
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বেড়ানোর জন্য ভ্রমণ সংস্থাকে টাকা দিয়েছিলেন অনেকে। কিন্তু ভ্রমণে নিয়ে যাওয়ার পরিবর্তে টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে কক্স অ্যান্ড কিংস নামের ওই সংস্থার বিরুদ্ধে। কলকাতার অফিসটিও বন্ধ করে দিয়েছে দ্বিশতবর্ষের ওই সংস্থা। এ বার ওই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর। মঙ্গলবার বিধানসভায় এ কথা জানান ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে।

Advertisement

ওই ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ করেছেন অনেক ভ্রমণার্থী। সে-ক্ষেত্রে দফতর কী ব্যবস্থা নিচ্ছে, এ দিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী সাধনবাবুর কাছে তা জানতে চান সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা। একই বিষয়ে সরব হন দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহ। ক্রেতা সুরক্ষা মন্ত্রী জানান, পুজোয় ভ্রমণের জন্য অনেকে ওই সংস্থাকে পাঁচ-ছ’লক্ষ টাকা দিয়েছিলেন। সব মিলিয়ে ৪০ কোটি টাকা নিয়েছে সংস্থাটি। তা নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর এবং ক্রেতা সুরক্ষা দফতরে অনেকে অভিযোগ করেছেন। তার প্রেক্ষিতে ওই সংস্থার মুম্বইয়ের অফিসে চিঠি দেওয়া হয়েছে। পুলিশের সাহায্যে ‘লুক আউট’ নোটিস দিয়ে সংস্থার উচ্চ পদাধিকারীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। ওই সংস্থা সারা দেশে ৪০০ কোটি টাকা তুলেছে বলে বিধানসভায় জানান ক্রেতা সুরক্ষা মন্ত্রী।

এ বছর পুজোর মুখে আচমকাই সারা দেশ থেকে নিজেদের ব্যবসা তুলে নিয়েছিল কক্স অ্যান্ড কিংস। মাথায় হাত পড়ে বহু মানুষের। আগাম টাকা দিয়ে কারও চিন, কারও ইউরোপ, কারও মিশর বেড়াতে যাওয়ার কথা ছিল। অক্টোবরের প্রথম সপ্তাহে লিটল রাসেল স্ট্রিটে ওই সংস্থার দফতরে গিয়ে দেখা যায়, ঝাঁপ ফেলে দেওয়া হয়েছে। ই-মেল করে গ্রাহকদের ‘যাত্রা বাতিল’-এর কথা বলা হয়। অনেকেই শেক্সপিয়র সরণি থানায় গিয়ে অভিযোগ জানান। ওই সংস্থার কর্মীরাও কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় যান। কর্মীদের অভিযোগ, তাঁরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। সংস্থার কর্মীদের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য মঙ্গলবার বলেন, ‘‘কর্মীরা এখনও বেতনের টাকা পাননি। কলকাতা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গড়ে তদন্ত করছে। অন্য একটি মামলা হয়েছে মুম্বই এনসিএলটি-তে।’’

Advertisement

আরও পড়ুন: পাইকারিতেই প্রতি কেজি ১০০ টাকা! খুচরো বাজারে কোথায় গিয়ে থামবে পেঁয়াজের দাম?

বক্তব্য জানতে মুম্বইয়ে কক্স অ্যান্ড কিংসের এমডি উর্সিলা কায়করের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি, মোবাইলে পাঠানো বার্তারও জবাব দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement