Trade Union

জুটমিল খোলার দাবি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ০৪:০২
Share:

চাঁপদানিতে জুটমিল খোলার দাবিতে শ্রমিক সংগঠনের মিছিলে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বামনেতারা। —নিজস্ব চিত্র।

রাজ্য স্তরে বাম ও কংগ্রেসের যৌথ কর্মসূচি আপাতত স্থগিত। জেলাতেই শ্রমিক সংগঠনের ডাকে একসঙ্গে পথে নামছেন দু’পক্ষের নেতৃত্ব। হুগলির চাঁপদানিতে নর্থব্রুক জুটমিল খোলার দাবিতে শুক্রবার সিটু, আইএনটিইউসি-সহ শ্রমিক সংগঠনগুলির ডাকে পলতাঘাট থেকে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল হল জুটমিলের গেট পর্যন্ত। মিছিলে ছিলেন বিরোধী দলনেতা ও স্থানীয় কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান, সিটু নেতা তীর্থঙ্কর রায়, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান, সিপিএম নেতা শিবপদ ভট্টাচার্য, কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর প্রমুখ। মিছিল শেষে মান্নান দাবি করেছেন, পুজোর আগে এক সপ্তাহের মধ্যে জুটমিল খোলার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। নইলে আগামী ২৬ সেপ্টেম্বর চাঁপদানিতে পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement