নিজস্ব চিত্র
কার্শিয়ঙে টয়ট্রেন দুর্ঘটনায় আহত হলেন ৫ জন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার পথে কার্শিয়ঙের মহানদী এলাকার কাছে বাঁক ঘুরতে গিয়ে লাইনচ্যুত হয়ে যায় টয় ট্রেনের ইঞ্জিন। সেই সঙ্গেই ট্রেনটির মোট তিনটি কামরার প্রথমটিও লাইনচ্যুত হয়। এই কামরায় মোট ৬ জন যাত্রী ছিলেন। চালকসহ ৫ জন আহত হলে তাঁদেরকে কার্শিয়ং হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে।
দার্জিলিঙ জেলাশাসক অনুগার শ্রীবাস্তব জানান, অবিরাম বৃষ্টির কারণে হঠাত্ ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে বড় কোনও ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। যাত্রীদের বিশেষ ট্রেনে শিলিগুড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
নিজস্ব চিত্র
আরও পড়ুন: ডাল-ফুল-মাছ-হাঁস, মমতার মুখে অন্য চাষ