News Of The Day

তন্ময়কে কত দিন সাসপেন্ড করবে সিপিএম। দম্পতি-মৃত্যুর তদন্ত। পুজো উদ্বোধনে মমতা... আর কী কী

আজ নজর থাকবে জুনিয়র ডাক্তার আন্দোলনকে ঘিরে চাপানউতরের দিকেও। নজর থাকবে ভাঙড়ে দম্পতির মৃত্যুর তদন্তের দিকেও। এ সবের মধ্যেই আসছে কালীপুজো। আজ থেকে পুজোর উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ০৭:০৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আরজি কর-কাণ্ড নিয়ে সামাজিক আলোড়নের মধ্যেই মহিলা সাংবাদিককে হেনস্থায় অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। অভিযোগ শোনার পর প্রকাশ্যেই তন্ময়ের সমালোচনায় সিপিএমের নানা স্তরের নেতা-কর্মীরা। ব্যবস্থাও নিচ্ছে দল। এই নিয়ে আজ বৈঠকও রয়েছে সিপিএম রাজ্য নেতৃত্বের। এ ছাড়া আজ নজর থাকবে জুনিয়র ডাক্তার আন্দোলনকে ঘিরে চাপানউতরের দিকেও। নজর থাকবে ভাঙড়ে দম্পতির মৃত্যুর তদন্তের দিকেও। এ সবের মধ্যেই আসছে কালীপুজো। আজ থেকে পুজোর উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

কোন কোন পুজোর উদ্বোধন আজ

সোমবার থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে গিরিশ পার্কের ৬-এর পল্লির শ্যামাপুজোর উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে মমতা যাবেন জানবাজারে, সেখানেও একটি কালীপুজোর উদ্বোধন করবেন। জানবাজার থেকে মমতার পরবর্তী গন্তব্য হবে শেক্সপিয়র সরণি এলাকার একটি কালীপুজোয়। সেই পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী যাবেন ভবানীপুরে। সেখানে নিজের বিধানসভা কেন্দ্রে ভেনাস ক্লাবের পুজো উদ্বোধন করবেন তিনি।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

জুনিয়র ডাক্তার আন্দোলন ঘিরে চাপানউতর

ধর্মতলার মঞ্চ থেকে অনশন প্রত্যাহার করার পরেও আরজি করের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। ন্যায়বিচারের দাবিকে আরও জোরদার করতে শনিবার আরজি করে গণ-সমাবেশও করেছে তারা। কিন্তু এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের নবগঠিত সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন’ যে ভাবে জুনিয়র চিকিৎসক ফ্রন্টের বিরুদ্ধে তোপ দেগেছে শনিবার, তাতে বিতর্ক দানা বেঁধেছে। পাল্টা তোপ দেগেছে জুনিয়র ডাক্তারদের ফ্রন্টও। দু’পক্ষ আরজি করের নির্যাতিতার জন্য ন্যায়বিচারের দাবি তুললেও ধীরে ধীরে মুখ্য হয়ে উঠছে ‘হুমকি প্রথা’ নিয়ে বিতর্ক। টানাপড়েনও তৈরি হয়েছে। তা কোন দিকে গড়ায়, নজর থাকবে।

ভাঙড়ে দম্পতির রহস্যমৃত্যু: পুলিশি তদন্ত কোন পথে

একই বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায়। মৃত দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। নাম মোশারফ পিয়াদা এবং শাহানারা বিবি। দু’জনের শরীরেই অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়েছিল মোশারফের দেহ। ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় শাহানারাকে। পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই দম্পতিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখার অফিসারেরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। জোড়া রহস্যমৃত্যুর তদন্ত কোন দিকে মোড় নেয়, নজর থাকবে।

তন্ময় কত দিনের জন্য সাসপেন্ড হবেন

তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করছে সিপিএম। গতকালই ঘোষণা করে দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কত দিনের জন্য, আজ সিদ্ধান্ত নেবে দলের রাজ্য নেতৃত্ব। সাক্ষাৎকার নিতে গিয়ে তন্ময়ের হেনস্থার শিকার হয়েছেন বলে রবিবার অভিযোগ করেছেন এক মহিলা সাংবাদিক।

বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যে

ঘূর্ণিঝড় ‘ডেনা’র কারণে দক্ষিণবঙ্গের আকাশে যে দুর্যোগের মেঘ জমেছিল, তা কেটে গিয়েছে। ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ওড়িশা এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত ঘটালেও দক্ষিণবঙ্গে শুক্রবারের পর আর তেমন বৃষ্টি হয়নি। রোদ উঠেছে কলকাতার আকাশেও। তবে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কালীপুজোতেও। কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটার সময় রাজ্যের আবহাওয়া পরিস্থিতির দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement