গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে রাজ্যের ডিএ মামলার শুনানি
আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি রয়েছে। নতুন বেঞ্চে গিয়েছে ওই মামলা। এর আগে বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা ছিল। শুনানি শেষ হওয়ার আগেই ওই বিচারপতি অবসর নেন। ফলে গত তিন মাস ধরে মামলাটি শুনানির জন্য আসেনি। এখন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গেল ওই মামলাটি। প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাই কোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয়। প্রায় তিন বছর কেটে গিয়েছে। কিন্তু এত দিনেও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি। আজ দেখার, নতুন বেঞ্চে মামলাটির শুনানি হয় কি না!
লন্ডনে বাণিজ্য বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ লন্ডনে বাণিজ্য বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকের উদ্যোক্তা ‘ইউকে-ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিল’, ‘ফিকি’ এবং ‘পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম’। লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টোয় (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) সেন্ট জেমস কোর্ট হোটেলের ১ নম্বর এডওয়ার্ডিয়ান হলে বসবে বৈঠক। বাকিংহাম প্যালেসের অদূরে এই হোটেলেই রয়েছেন মমতা। আজ বাণিজ্য বৈঠকের খবরে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কলকাতাকে চ্যাম্পিয়ন করা শ্রেয়সের পরীক্ষা, পঞ্জাবকে কি জেতাবেন
আইপিএলে আজ প্রথম নামছে শুভমন গিলের গুজরাত টাইটান্স। বিপক্ষে পঞ্জাব কিংস। কলকাতাকে গত বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক এ বার পঞ্জাবের নেতৃত্বে। কারা জিতে শুরু করবে এ বারের প্রতিযোগিতা? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
নিয়োগ দুর্নীতি মামলার শুনানি বিচার ভবনে
প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বর্তমানে বিচারপর্ব চলছে কলকাতায় বিচার ভবনে। ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়-সহ বেশ কয়েক জনের বয়ান সংগ্রহ করা হয়েছে আদালতে। নিয়োগ দুর্নীতির মামলায় ‘রাজসাক্ষী’ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সোমবার কল্যাণময়ের বিরুদ্ধেই আদালতে সাক্ষ্য দিয়েছেন তাঁর মামা, যিনি সম্পর্কে পার্থের বেয়াই হন। মঙ্গলবারও বিচার ভবনে প্রাথমিকের নিয়োগ মামলায় বয়ান সংগ্রহের প্রক্রিয়া চলবে। মামলা সংক্রান্ত নতুন কোন তথ্য উঠে আসে কি না, সে দিকে নজর থাকবে আজ।
আবার গরম বাড়বে, কতটা চড়বে পারদ
আজ থেকে দক্ষিণের আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। উত্তরবঙ্গেও আপাতত কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে। তবে চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ, দিনের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৫ ডিগ্রির গণ্ডি। উত্তরের জেলাগুলিতেও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর।
আবার মাঠে সুনীল, এশিয়ান কাপের যোগ্যতা অর্জনে ভারত বনাম বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে আজ অভিযান শুরু করছে ভারত। অবসর ভেঙে গত ম্যাচেই ফিরেছেন সুনীল ছেত্রী। মলদ্বীপের বিরুদ্ধে সেই প্রীতি ম্যাচে গোলও করেছিলেন সুনীল। আজ সামনে বাংলাদেশ। শিলংয়ে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।