News Of The Day

ব্রিগেডে সিপিএমের জনসভা। এ বার কী বলবেন ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা। আইপিএলে জোড়া ম্যাচ। আর কী

হাওড়া, শিয়ালদহ, হেস্টিংস, এক্সাইড মোড়, সুবোধ মল্লিক স্কোয়্যার, পার্কসার্কাস, মৌলালির কাছে রামলীলা ময়দান এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্রিগেডে সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি সংগঠনের জনসভা

Advertisement

সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের ডাকে আজ ব্রিগেডে জনসভা রয়েছে। এর আগে গত বছর যুব সংগঠনের ডাকে ব্রিগেডে সভা করেছিল বামেরা। এ বার মূলত গ্রামীণ এবং মেহনতি মানুষের জমায়েতে নজর দিতে চেয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। হাওড়া, শিয়ালদহ, হেস্টিংস, এক্সাইড মোড়, সুবোধ মল্লিক স্কোয়্যার, পার্কসার্কাস, মৌলালির কাছে রামলীলা ময়দান এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশে। রবিবার হওয়ায় শহরে সাধারণ ভিড় বা যানবাহন তুলনায় কমই থাকবে। তবে পুলিশের তরফে সব রকম বন্দোবস্ত রাখা হচ্ছে। লালবাজার সূত্রে বলা হয়েছে, পরিস্থিতি যেমন হবে, তেমন তেমন বিভিন্ন রাস্তায় যানচলাচল এবং ‘পার্কিং’ নিয়ন্ত্রণ করা হবে। রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশ। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বাহিনী মোতায়েন করবে লালবাজার। থাকবেন পদস্থ পুলিশকর্তারাও।

নবান্ন অভিযান স্থগিতের পর কী বলছেন ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা

Advertisement

সোমবার, ২১ এপ্রিল নবান্ন অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থী, ডিএ আন্দোলনকারী-সহ সাতটি সংগঠনের যৌথ মঞ্চ। আজ নিজেদের অবস্থান স্পষ্ট করতে সাংবাদিক বৈঠক করবে তারা। ঘোষিত কর্মসূচি স্থগিত করে দেওয়ার পর মঞ্চের পক্ষে কী বলা হয়, সে দিকে নজর থাকবে।

আইপিএলে বেঙ্গালুরু বনাম পঞ্জাব ও মুম্বই বনাম চেন্নাই

আইপিএলে আজও জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত শুক্রবারের ম্যাচের ‘রিপ্লে’। পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে এই ম্যাচের পর বদলে যেতে পারে উপরের দিকে থাকা দলগুলির অবস্থান। শুক্রবার ঘরের মাঠে বিরাট কোহলিদের বেঙ্গালুরু দাঁড়াতেই পারেনি। শ্রেয়স আয়ারের পঞ্জাব জেতে ৫ উইকেটে। আজ কি বদলা নিতে পারবেন কোহলিরা? খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। এরপর রয়েছে মহেন্দ্র সিংহ ধোনি বনাম রোহিত শর্মার লড়াই। ধোনির চেন্নাই সুপার কিংস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইস্টবেঙ্গল জিতবে? সুপার কাপে শনিবার কি ডার্বি ম্যাচ

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার কাপ। প্রথম দিনই প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তারা মুখোমুখি কেরালা ব্লাস্টার্সের। খেলা শুরু রাত ৮টা থেকে। এই ম্যাচে ইস্টবেঙ্গল জিতলেই আগামী শনিবার হবে কলকাতা ডার্বি। আইএসএল লিগ-শিল্ড ও আইএসএল কাপ জয়ী মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ‍্যাপে।

মুর্শিদাবাদ: এখনও শিবিরে থাকা ঘরছাড়াদের ফেরানোর প্রক্রিয়া

মুর্শিদাবাদের হিংসার ঘটনায় ঘরছাড়া অনেকে জেলার সীমানা পেরিয়ে আশ্রয় নিয়েছে মালদহে। সেখানকার বৈষ্ণবনগরের এক স্কুলে আশ্রয়শিবিরের আয়োজন করা হয়েছে। সেই শিবিরে শুক্রবার গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ ছাড়াও জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যেরাও গিয়েছিলেন। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে। অন্য দিকে, পুলিশ-প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে মুর্শিদাবাদের পরিস্থিতি এখন অনেক শান্ত। ঘরছাড়াদের একে একে ঘরে ফেরানোর কাজও শুরু করেছে পুলিশ-প্রশাসন। বাকিদেরও শীঘ্রই ফেরানো হবে বলেও জানানো হয়েছে। আজ সেই প্রক্রিয়ার দিকে নজর থাকবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজই চ্যাম্পিয়ন হতে পারে লিভারপুল

আজই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে লিভারপুল। শীর্ষে থাকা লিভারপুল যদি জেতে এবং দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল যদি হেরে যায়, তাহলেই চ্যাম্পিয়নশিপের ফয়সালা হয়ে যাবে। লিভারপুলের খেলা লিস্টার সিটির সঙ্গে। খেলা শুরু রাত ৯টা থেকে। আর্সেনাল খেলবে ইপসউইচ টাউনের সঙ্গে। এই ম্যাচ সন্ধ্যা ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের খেলা, বিপক্ষে অ্যাথেটিক ক্লাব

স্প্যানিশ লিগে আজ রয়েছে রিয়াল মাদ্রিদের খেলা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল খেলবে অ্যাথেলটিক ক্লাবের সঙ্গে। খেলা রাত ১২:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে ভাল্লাদোলিদ-ওসাসুনা (বিকেল ৫:৩০), ভিয়ারিয়াল-রিয়াল সোসাইদাদ (সন্ধ্যা ৭:৪৫), সেভিয়া-আলাভেস (রাত ১০টা) ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement