News Of The Day

বাজেট নিয়ে বিধানসভায় আলোচনা ও বিতর্ক। দিল্লির মুখ্যমন্ত্রী কে। বৃষ্টির পূর্বাভাস। আর কী কী

আজ থেকে শুরু হবে বাজেট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা। বৃহস্পতিবারই বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষ দিন। তাই শাসক ও বিরোধী দলের বিধায়কদের বাজেট নিয়ে যা বলার আছে, তা এই দু’দিনেই বলতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৬
Share:

—ফাইল চিত্র।

২০২৫-২৬ আর্থিক বছরের বাজেট নিয়ে বিধানসভায় আলোচনা এবং বিতর্ক

Advertisement

২০২৫-২৬ সালের বাজেট নিয়ে আজ থেকে আলোচনা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট আগেই পেশ করেছেন। কিন্তু বাজেটের উপর আলোচনা বা বিতর্ক এত দিন হয়নি। মঙ্গলবার পর্যন্ত বিধানসভায় রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের উপরে আলোচনা হয়েছে। আজ থেকে শুরু হবে বাজেট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা। বৃহস্পতিবারই বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষ দিন। তাই শাসক ও বিরোধী দলের বিধায়কদের বাজেট নিয়ে যা বলার আছে, তা এই দু’দিনেই বলতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দু’দিন অধিবেশনে থাকছেন না বলেই তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সাসপেনশনের কারণে যোগদান করতে পারবেন না অধিবেশনে।

দিল্লির মুখ্যমন্ত্রী কে? বিজেপির পরিষদীয় বৈঠক

Advertisement

দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি। এই অবস্থায় আজ দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি। দলের জয়ী প্রার্থীদের নিয়ে এই বৈঠক হবে। সূত্রের খবর, ওই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হতে পারে। আলোচনায় রয়েছে বেশ কয়েক জনের নাম। অরবিন্দ কেজরীওয়ালকে পরাস্ত করা প্রবেশ বর্মা, দিল্লি বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলানো সতীশ উপাধ্যায়ের মতো কয়েকটি নাম ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। আবার কারও মতে, দিল্লিতে আম আদমি পার্টি (আপ)-র প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনার পরিবর্ত হিসাবে কোনও মহিলা মুখকে বেছে নিতে পারে বিজেপি। তবে সবটাই রয়েছে জল্পনার স্তরে। শেষ পর্যন্ত আজ কাকে বেছে নেয় বিজেপি, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মুখ্য নির্বাচন কমিশনার বাছাই বিতর্কে সুপ্রিম কোর্টে শুনানি

দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়েছে। কিন্তু তাঁর নিয়োগ ঘিরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। নতুন নির্বাচন কমিশনার বাছতে সোমবার বৈঠকে বসেন নির্বাচন কমিটির তিন সদস্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে নির্বাচন কমিশনারের নয়া নিয়োগ পদ্ধতি নিয়ে আপত্তি জানান রাহুল। বর্তমানে বাছাই কমিটির তিন সদস্যের মধ্যে দু’জন সরকারের মন্ত্রী। তাই রাহুলের যুক্তি, বাছাই কমিটির সিদ্ধান্ত সর্বদাই ‘এক তরফা’ হবে। অতীতে কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ছাড়াও তৃতীয় সদস্য হিসাবে থাকতেন দেশের প্রধান বিচারপতি। কিন্তু সরকার সেই নিয়ম বদলে প্রধান বিচারপতির পরিবর্তে তৃতীয় ব্যক্তি হিসাবে কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে। এই নিয়ে আগেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। আজ তার শুনানির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক জটিলতা এবং আইনশৃঙ্খলা

আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশে ভার্চুয়াল এক বার্তায় সেটিই বোঝানোর চেষ্টা করেন আওয়ামী লীগের নেত্রী। আওয়ামী লীগের সমাজমাধ্যমের পাতা থেকে হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতে। নিজের বক্তৃতার পরে কয়েক জন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের দাবি, ওই মহিলারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময়ে আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের সদস্য। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দুষ্কৃতীদের পাকড়াও করতে বিশেষ অভিযান ‘শয়তানের খোঁজ’ (অপারেশন ডেভিল হান্ট) শুরু হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হাজার হাজার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মুহাম্মদ ইউনূসের সরকারের ওই বিশেষ অভিযান নিয়েও সোমবার মুখ খোলেন হাসিনা। আজ পরিস্থিতি কোন দিকে যায়, নজর থাকবে।

বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ভিজতে পারে উত্তরবঙ্গও

আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। আজকের জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement