গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
শেখ হাসিনার পতনের পর এই মুহূর্তে নির্বাচিত সরকারহীন বাংলাদেশ। অস্থিরতার আবহাওয়া কাটেনি। মুজিব বা হাসিনা জমানার চিহ্ন মোছার কাজ চলছে, মৌলবাদীদের শক্তিবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে নানা ঘটনা। এই আবহেই সে দেশের ৫৪তম বিজয় দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে (১৬ ডিসেম্বর) পাকিস্তানি ফৌজ আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে। শেষ হয়েছিল বাংলাদেশ যুদ্ধ, যার মধ্যে দিয়ে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। ভারতীয় সেনাও এই দিনটিকে পালন করে। আজও নানা কর্মসূচি রয়েছে দিল্লি থেকে কলকাতায়।
কারা ‘বিজয়ী’ হবেন আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’ পুরস্কার-সন্ধ্যায়? তার উত্তর মিলবে সন্ধে সাড়ে ৭টা থেকে।
বছরের বেস্ট সন্ধ্যা
পুরস্কারের এটি চতুর্থ বছর। শিক্ষা, ব্যবসা থেকে শিল্পকলা— নানা ক্ষেত্রে বাঁধ ভাঙা বাঙালিদের অনেকেই প্রচারের আলোয় আসেন না। সেই সব ব্যতিক্রমীদের পুরস্কৃত করে আনন্দবাজার অনলাইন। এ বছরের অনুষ্ঠান শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায়। আনন্দবাজার.কম-এর প্রথম পাতায় দেখতে পাবেন তার সরাসরি সম্প্রচার।
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ‘বিজয় দিবস’
১৬ ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস উদযাপন করে ভারতীয় সেনাবাহিনী। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুক্তে বড় ভূমিকা ছিল ভারতীয় সেনার। ওই বছরের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কুচকাওয়াজের অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে নয়াদিল্লিতেও বিজয় দিবসের অনুষ্ঠান হয়। যে হেতু ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখায় পাকিস্তান সেনা আত্মসমর্পন করেছিল, সে হেতু বিজয় দিবসের মূল অনুষ্ঠান হয় কলকাতার ফোর্ট ইউলিয়ামেই।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
রাজ্যসভায় সংবিধান-বিতর্ক
সংবিধান গ্রহণের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দু’দিন আলোচনা এবং বিতর্ক চলেছে লোকসভায়। আজ থেকে সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভাতেও এই বিষয়ে দু’দিনের আলোচনা শুরু হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিতর্কের শুরুতে শাসক শিবিরের তরফে বক্তৃতা করবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। মঙ্গলবার বিতর্কের শেষ দিনে জবাবি ভাষণ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে ক্ষেত্রে হয়তো রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে দেখা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিরোধী শিবিরের তরফ থেকে বিতর্কে নেতৃত্ব দেওয়ার কথা রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের। দু’দিনের সংবিধান বিতর্কে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে তরজায় সরগরম হয়েছিল লোকসভা। আজ রাজ্যসভায় কী হয়, সে দিকে নজর থাকবে। নজর থাকবে ‘পক্ষপাতের’ অভিযোগে বিরোধীদের তোপের মুখে পড়া রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ভূমিকার দিকেও।
শৈত্যপ্রবাহের হাত থেকে খানিক মুক্তি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে রাজ্যে আবার কমতে পারে শীত। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা নিয়ে কোনও পূর্বাভাস বা সতর্কতাও দেয়নি হাওয়া অফিস।
টালা ট্যাঙ্কে মেরামতি, জল সরবরাহ বন্ধ
মেরামতির কাজের জন্য সোমবার সকাল থেকে বন্ধ টালা পাম্পিং স্টেশন। কলকাতা পুরসভার তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। সোমবার, অর্থাৎ ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। এর ফলে সোমবার সারা দিন কলকাতার উত্তরভাগ-সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।