—ফাইল চিত্র।
মমতার নেতৃত্বে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, নতুন কোনও সিদ্ধান্ত কি
আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বিকেল ৫টায় নবান্নে নিজের মন্ত্রিসভা নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। যে হেতু বিধানসভার অধিবেশন চলছে, সে হেতু প্রথমে ঠিক হয়েছিল যে বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক হবে। কিন্তু প্রশাসনিক সূত্রে পরে জানা যায়, আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় যাবেন না। তাই মন্ত্রিসভার বৈঠক নবান্নেই হবে। শুক্রবার দোল। ওই দিন রয়েছে জুম্মার নমাজও। রাজ্যের কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে পারেন।
বালোচিস্তানে ট্রেন অপহরণের পরবর্তী পরিস্থিতি কেমন
পাকিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণ করা বালোচিস্তানের বিদ্রোহীদের মৃত্যু হয়েছে সেনা অভিযানে। ট্রেনটিতে পাঁচশোর কাছাকাছি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৯০ জনকে প্রথমে উদ্ধার করে পাকিস্তানি সেনা। বাকি দু’শোর বেশি যাত্রীকে পণবন্দি করে নেয় বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বুধবার রাতে বালোচ বিদ্রোহীরা দাবি করেন, তাঁরা ৫০ জন যাত্রীকে মেরে ফেলেছেন। বাকি যাত্রীদের বাঁচানোর জন্য পাকিস্তানকে ২০ ঘণ্টা সময় দেন তাঁরা। এর মধ্যে পাকিস্তানি সেনা জাফর এক্সপ্রেসের সামনে থেকে সরে না-গেলে বাকি বন্দিদেরও হত্যার হুমকি দেন বিদ্রোহীরা। এর কিছু ক্ষণ পরেই পাকিস্তানি সেনা জানায় জাফর এক্সপ্রেসের অভিযান শেষ হয়েছে। ৩৩ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। মৃত্যু হয়েছে ২১ জন পণবন্দির।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মহিলাদের আইপিএলে ফাইনালে মুম্বই না গুজরাত
মহিলাদের আইপিএলে আজ ফাইনালে ওঠার লড়াই। মুখোমুখি হরমনপ্রীত কউরের মুম্বই ইন্ডিয়ান্স ও অ্যাশলে গার্ডনারের গুজরাত টাইটান্স। যারা জিতবে তারা ফাইনালে উঠবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় আগেই ফাইনালে উঠে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজ খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বিধানসভার অধিবেশন: দ্বিতীয় পর্বের চতুর্থ দিন
আজ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের চতুর্থ দিন। প্রথমার্ধে থাকছে প্রশ্নোত্তর পর্ব এবং দৃষ্টি আকর্ষণ ও উল্লেখ পর্ব। দ্বিতীয়ার্ধে হবে বাজেট নিয়ে আলোচনা। কিন্তু তা ছাড়াও বিধানসভার দিকে আজ সব মহলের নজর থাকছে বুধবারের উত্তপ্ত পরিস্থিতির জেরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে হেতু নিলম্বিত, সে হেতু তিনি গত কয়েক দিন ধরে বিধানসভার বাইরেই প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভার অন্দরও উত্তপ্ত হয়। মুখ্যমন্ত্রীর ভাষণের নানা অংশের বিরোধিতা করে হইচই করেন বিজেপি বিধায়কেরা। বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আক্রমণ করেন মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে। বিধানসভার বাইরেও চলেছে তৃণমূল আর বিজেপির মধ্যে হুমকি আর পাল্টা হুমকির পালা। উত্তপ্ত বুধবারের পরের দিন কেমন কাটবে বিধানসভায়, সকলের নজর আজ থাকবে সে দিকেই।
৯ দিন পর শুরু আইপিএল, শহরে কেকেআর, সব খবর
আর ৯ দিন পর শুরু আইপিএল। কলকাতায় চলে এসেছে কেকেআর। রোহিত শর্মা-বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় এ বারের আইপিএল নিয়ে উৎসাহ বাড়ছে হুহু করে। কী ভাবে তৈরি হচ্ছে দলগুলি? আইপিএলের সব খবর।
অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে বাঙালি লক্ষ্য সেনের ম্যাচ
চলছে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন ওপেন। আজ প্রি-কোয়ার্টার ফাইনালে নামছেন ভারতের বাঙালি খেলোয়াড় লক্ষ্য সেন। কঠিন লড়াই লক্ষ্যের সামনে। খেলতে হবে বিশ্বের দু’নম্বর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ২ চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।