News of the Day

যাদবপুরকাণ্ড নিয়ে বিতর্ক ও তদন্ত, শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, অস্কার প্রদান অনুষ্ঠান...আর কী কী

সোমবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটেরও ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সোমবার সেই পরিস্থিতির দিকে তো নজর থাকবেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ০৬:২১
Share:
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

যাদবপুরকাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলন শহরে

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার জেরে অশান্তিকে কেন্দ্র করে টানাপড়েন অব্যাহত। শনিবার বিকেলের ওই ঘটনায় কয়েক জন পড়ুয়া জখমও হয়েছেন। অভিযোগ, এক জন চোখে গুরুতর চোট পেয়েছেন। হাসপাতালে ভর্তি তিনি। আর এক পড়ুয়ার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে বলে অভিযোগ। এ সব নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটেরও ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সোমবার সেই পরিস্থিতির দিকে তো নজর থাকবেই। এই আবহে সোমবার থেকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তার মধ্যেই আন্দোলনের ডাক ওঠায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। নজর থাকবে সে দিকেও। প্রসঙ্গত, যাদবপুরে অশান্তির আবহে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে লালবাজার। ধৃত পুল‌িশি হেফাজতে রয়েছেন।

শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, সতর্ক প্রশাসন

Advertisement

আজ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আট লাখের বেশি পড়ুয়া পরীক্ষায় বসছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষা নির্বিঘ্ন করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ নজরদারি চালানো হবে। পরীক্ষার্থীদের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসার অনুমতি নেই। রাজ্যের পরিবহণ দফতর অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে সমস্যা না হয়। পাশাপাশি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে। এ বছর নতুন আদলে পরীক্ষা হবে, যেখানে এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা বাড়ানো হয়েছে। ২৬ মার্চ পরীক্ষা শেষ হবে। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষাবিদরা বলেছেন, শান্ত ও মনোযোগী হয়ে পরীক্ষায় বসতে।

ভোটার তালিকা নিয়ে সরব হবে তৃণমূল

ভোটার তালিকায় জালিয়াতি করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে এমনই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দলের নেতা-কর্মীদের বুথে বুথে গিয়ে ভোটার তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সব প্রান্তেই ভোটার তালিকা নিয়ে স্ক্রুটিনির কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আর এ বার রাজধানীতে এ বিষয়ে সরব হতে চলেছে তৃণমূল। সোমবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবের ডেপুটি চেয়ারম্যান’স হলে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের তিন সাংসদ। রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এবং মুখ্যসচেতক সাগরিকা ঘোষ এবং বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ এই সাংবাদিক বৈঠকে সরব হবেন বলে জানানো হয়েছে।

পাশে ব্রিটেন, এ বার ইউরোপীয় নেতাদের কাছে জেলেনস্কি

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ধাক্কা খেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তবে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ইউক্রেনকে ২৮০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় ২৪ হাজার ৪০০ কোটির বেশি টাকা ঋণ দিয়েছে প্রতিরক্ষা খাতে। ধন্যবাদ দিয়েছেন জ়েলেনস্কিও। এ বার ইউরোপিয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করার কথা তাঁর। জ়েলেনস্কির পাশে থেকে নরওয়ের অন্যতম বৃহৎ তেল এবং জাহাজ কোম্পানি জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলিকে জ্বালানি দেওয়া হবে না। এ বার জ়েলেনস্কির পাশে দাঁড়াবেন আর কে কে?

অস্কার সম্মান আজ কাদের হাতে

অপেক্ষার অবসান। আজ ভোর সাড়ে ৫টায় (ভারতীয় সময়) শুরু হয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। সম্প্রচার হচ্ছে সরাসরি। অস্কারের মূল পর্বের অনুষ্ঠানে এ বার ২০টিরও বেশি বিভাগে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। তবে তার মধ্যে চর্চায় রয়েছে ‘এমিলিয়া পেরেজ়’, ‘দ্য ব্রুটালিস্ট’ এবং ‘আনোরা’র মতো বেশ কিছু ছবি। চলতি বছরে কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ়’ ছবিটিকে পাঠানো হয়। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে। চলতি বছরে ভারত থেকে সরাসরি অস্কারে কোনও মনোনয়ন না থাকলেও সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনিত হয়েছে হিন্দি ছবি ‘অনুজা’। ছবিটির অন্যতম প্রযোজক গুণীত মঙ্গা এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। এই প্রথম অস্কার সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।

হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনের তদন্ত কোন পথে

রাজনৈতিক কারণে খুন না কি ব্যক্তিগত কারণ, হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নরওয়ালের মৃত্যু নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। শুক্রবার রোহতকের কাছে হাইওয়ের ধারে হিমানীদেরই নীলরঙা একটি ট্রলিব্যাগ থেকে তাঁর দেহ উদ্ধার হয়! পরিবারের অনুমান, এই ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত। হিমানীর দ্রুত উত্থানে দলের কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে দাবি। তাই দলের কেউও এই খুনে জড়িত থাকতে পারেন বলে আশঙ্কা। এই ঘটনার তদন্ত কোন পথে এগোয় নজর থাকবে।

উত্তরে তাপমাত্রার হেরফের নেই, কমতে পারে দক্ষিণে

সোমবার রাজ্যের উত্তর বা দক্ষিণে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। কলকাতায় দিনের তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাজ্যের কোথাও বৃষ্টিরও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনই তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। তার পরের দু’দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement