— প্রতীকী চিত্র।
ঠিক এক মাস আগে তৃণমূলের প্রতিনিধিদল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে অপরাজিতা বিল দ্রুত পাশ করানোর আর্জি জানিয়েছিল। আজ বাংলার সাংসদেরা রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রাতরাশের অনুষ্ঠানে গিয়েছিলেন রাষ্ট্রপতিভবনে। সেই উপলক্ষ কাজে লাগিয়ে ফের একই দাবিতে সরব হন তৃণমূলের মহিলা সাংসদেরা। সূত্রের খবর, জবাবে রাষ্ট্রপতি তাঁদের আশ্বস্ত করে জানান, তিনি দেখছেন কী ভাবে কী করা যায়।
আজ মূলত দু’টি ভাগে ভাগ হয়ে তৃণমূলের সাংসদেরা রাষ্ট্রপতিকে এই আর্জি জানান। এক দিকে ছিলেন শতাব্দী রায়, শর্মিলা সরকার, অসিত মালের মতো সাংসদেরা। অন্য দিকে কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, জুন মালিয়া। রাষ্ট্রপতির এই চা-চক্রে ছিলেন বাংলার শাসক এবং বিরোধী, দুই গোষ্ঠীর সাংসদেরাই। সেখানে বিধানসভা থেকে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া ধর্ষণ-বিরোধী বিলটিকে অনুমোদন দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন প্রসঙ্গে দলের রাজ্যসভা সাংসদ দোলা সেন বলেন, “বাংলা-সহ অন্যান্য রাজ্যের সাংসদেরা আজ রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশে আসার সুযোগ পেয়েছিলেন। সেখানেই আমি, কাকলি, জুন— প্রত্যেকেই ওঁর কাছে বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল অনুমোদনের আর্জি রাখি।’’