প্রতীকী চিত্র।
চারটি পুর-নিগমের নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। যে চারটি পুরসভায় ভোট হবে, তার প্রত্যেকটিই আলাদা আলাদা জেলায়। তৃণমূল সূত্রের খবর, সংশ্লিষ্ট জেলায় খসড়া প্রার্থী তালিকা তৈরি হয়েছে। কিন্তু পুরভোটের জন্য গঠিত তৃণমূলের রাজ্য স্তরের কমিটিতে আলোচনার আগে তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ, মঙ্গলবার গঙ্গাসাগর যাওয়ার কথা প্রশাসনিক সফরে। সাগর মেলার প্রস্ততি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। আবহাওয়া-জনিত কারণে মুখ্যমন্ত্রীর এই সফর এক দিন এগিয়ে আনা হয়েছে। তাঁর ফেরার কথা বৃহস্পতিবার। কয়েক দিন বাইরে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার ফলে, আগামী শুক্রবারের আগে পুরভোট সংক্রান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা কম বলেই দলীয় সূত্রের ইঙ্গিত। সে ক্ষেত্রে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে কয়েক দিন পরেই।