ছাউনি নয়, মেদিনীপুরে খোলা মঞ্চেই পাল্টা সভা তৃণমূলের

প্রধানমন্ত্রীর সভায় মঞ্চের ছাউনি ভেঙে বিপত্তি হয়েছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী ২৮ জুলাই মেদিনীপুরের সভায় কোনও ছাউনি না রাখার সিদ্ধান্ত নিল তৃণমূল। মেদিনীপুরের কলেজ-কলেজিয়েট স্কুলের মাঠে ওই সভায় মঞ্চও হবে ছাউনি ছাড়া। এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ০৪:০৬
Share:

সুব্রত বক্সী। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রীর সভায় মঞ্চের ছাউনি ভেঙে বিপত্তি হয়েছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী ২৮ জুলাই মেদিনীপুরের সভায় কোনও ছাউনি না রাখার সিদ্ধান্ত নিল তৃণমূল। মেদিনীপুরের কলেজ-কলেজিয়েট স্কুলের মাঠে ওই সভায় মঞ্চও হবে ছাউনি ছাড়া। এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

Advertisement

নরেন্দ্র মোদীর সভায় মঞ্চ ভেঙেছিল ১৬ জুলাই। ঠিক বারো দিনের মাথায় ওই মাঠেই পাল্টা সভা করবে তৃণমূল। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমরা। দলের এক সূত্রে খবর, মেদিনীপুরের সভার প্রস্তুতি নিয়ে সোমবার কলকাতায় বৈঠক করেছেন সুব্রত বক্সী। বৈঠকে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কোর কমিটির সদস্যরা ছিলেন। ছাউনি হবে কি হবে না, শুরুতেই তা নিয়ে আলোচনা হয়। একাধিক মত উঠে আসে। শেষে রাজ্য সভাপতি জানিয়ে দেন, কোনও ছাউনি করতে হবে না। ২১ জুলাইয়ের মতো শুধুমাত্র মঞ্চ তৈরি হবে। সামনে বক্তৃতা করবেন নেতারা। পিছনের দিকে থাকবেন দলের সাংসদ, বিধায়ক, জেলা নেতারা।

এ বার একুশে জুলাইয়ের মঞ্চও বেশ কয়েক ফুট পিছনো হয়েছিল। ওই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “২৮ জুলাই মেদিনীপুরের ওই মাঠেই, যেখানে বিজেপি প্যান্ডেল তৈরি করতে পারেনি, প্যান্ডেল ভেঙে গিয়েছে, সেখানেই তৃণমূলের সভা হবে।” ওই সভায় যে কোনও ছাউনি থাকছে না তা মানছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। যুব তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরিও বলেন, “মঞ্চেও কোনও ছাউনি থাকবে না। তিন দিক খোলা মঞ্চ হবে। যেমনটা ২১ জুলাইয়ের সভায় হয়।”

Advertisement

মেদিনীপুরে তৃণমূলের সভায় সাধারণত ছাউনি থাকে। আর বর্ষায় সভা হলে তো ছউনি দিয়ে অনেকটা অংশ ঘিরে দেওয়া হয়। গত বছর ৯ অগস্ট মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও ছাউনি ছিল। ১৬ জুলাই নরেন্দ্র মোদীর সভায় ছাউনি ভাঙা থেকে শিক্ষা নিয়েই কি তবে এ বার অন্য পথে হাঁটছে তৃণমূল? সরাসরি কিছু বলতে চাননি দলের জেলা নেতৃত্ব। তবে তৃণমূলের এক জেলা নেতা মানছেন, “টানা বৃষ্টি হচ্ছে। মাটি নরম। ফের যদি বিপর্যয় হয়! তার থেকে ছাউনি না থাকাই ভাল।”

কিন্তু বৃষ্টি হলে? তৃণমূল বিধায়ক দীনেন রায়, প্রদ্যোত ঘোষরা বলছেন, “সকলেই ভিজব। কর্মী-সমর্থকেরা ভিজবেন, আর আমরা ভিজব না, সেটা হয় নাকি!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement