Siddiqullah Chowdhury

‘পঞ্চায়েতে প্রার্থী হতে টাকা দেবেন না’ দলীয় কর্মীদের বার্তা মন্ত্রী সিদ্দিকুল্লার

সিদ্দিকুল্লার এই মন্তব্য ঘিরে শাসকদলকে বিঁধেছে বিজেপি। তাদের কটাক্ষ, মন্ত্রীর কথাতেই স্পষ্ট তৃণমূলে টাকা ছাড়া কিছু নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাতগাছিয়া শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ২২:৫৩
Share:

মঙ্গলবার পূর্ব বর্ধমানের সাতগাছিয়ায় পথসভায় রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কাউকে কোনও টাকা দেবেন না। মঙ্গলবার খোলা মঞ্চ থেকে দলীয় কর্মীদের বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সিদ্দিকুল্লার এই মন্তব্য ঘিরে শাসকদলকে বিঁধেছে বিজেপি। তাদের কটাক্ষ, মন্ত্রীর কথাতেই স্পষ্ট তৃণমূলে টাকা ছাড়া কিছু নেই।

Advertisement

মঙ্গলবার পূর্ব বর্ধমানের সাতগাছিয়ায় একটি পথসভা ছিল তৃণমূলের। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ও একশো দিনের কাজ বন্ধের অভিযোগে পথসভা করা হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। সেখানে ভাষণ দিতে গিয়ে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা বলেন, ‘‘অনেকে ভাবছেন, আমি (পঞ্চায়েত নির্বাচনের) টিকিট দেব। দলের টিকিট আমি দেব না। টিকিট দেবেন দলের সর্বোচ্চ নেতৃত্ব। যাঁরা ভাল কাজ করেছেন, তাঁরা টিকিট পাবেন। যাঁরা ভাল কাজ করতে পারেননি, তাঁরা লাইনে থাকবেন। ভাল ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকে প্রার্থী করতে চাইবে দল। আমরা বলব, ‘টাকা দাও, প্রার্থী করব’, ওই সব গাঁজাখুরি গল্প হবে না। আপনারাও দলের প্রার্থী পদের জন্য একটাও ফুটো পয়সা দেবেন না।’’

সিদ্দিকুল্লার কণ্ঠে সমালোচনার সুরও শোনা গিয়েছে। তিনি বলেন, ‘‘বহু গ্রামে রাস্তা নেই, বিদ্যুৎ নেই। সে জন্য আমাদের মনটা ফেটে যায়। এত দিন নেতারা কী করছিলেন? কেন গ্রামের রাস্তা হয়নি? এর কৈফিয়ৎ নেতাদের দিতে হবে।’’

Advertisement

এর পরেই সিদ্দিকুল্লার সাবধানবাণী, ‘‘সমাজে নানা ধরনের মানুষ থাকে। কারও খপ্পরে পড়ে টাকা লেনদেনের কথা ভাববেন না। সে কারণেই আমি সাবধান হওয়ার বার্তা দিয়েছি।’’ যদিও মন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, ‘‘তৃণমূলের টিকিট যে টাকা নিয়ে দেওয়া হয়, তা মন্ত্রী পরোক্ষে স্বীকার করে নিলেন। উনি সত্যি বলেছেন বলে মন্ত্রীকে ধন্যবাদ জানাই। তৃণমূলের আমলে টাকা ছাড়া কিছু হয় না, তা মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement