Threat call to TMC leader

‘বিশ পেটি ভেজ দিজিয়ে’! প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুকে ‘খুনের হুমকি’ দিয়ে ফোন, অভিযোগ দায়ের পুলিশে

হুমকি ফোন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তাঁর দাবি, ‘ডি কোম্পানি’ থেকে ফোন করে তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৭
Share:
হুমকি ফোন তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে।

হুমকি ফোন তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে। —নিজস্ব চিত্র।

হুমকি ফোন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তাঁর দাবি, ‘ডি কোম্পানি’ থেকে ফোন করে তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে। ‘বিশ পেটি’ পাঠাতে বলা হয়েছে তাঁকে। হুমকি ফোনের বিষয়টি ইংরেজবাজার থানায় জানিয়েছেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু। তার ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ‘বিশ পেটি’ বলতে ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

কৃষ্ণেন্দুর দাবি, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ একটি মেসেজ আসে। যিনি বার্তা পাঠিয়েছিলেন, তিনি নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়েছেন। তিনি বার্তায় লিখেছেন, ‘‘২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অউর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।’’ বাংলায় যার অর্থ— ‘‘আপনাকে ২০ পেটি দিতে হবে। নয়তো আপনাকে এবং আপনার পরিবারকে গুলি করে দেব!’’

শুধু ব্যক্তিগত বার্তাই নয়, তাঁকে ফোনও করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু। ফোনে কথোপকথনের একটি রেকর্ডিংও প্রকাশ্যে এসেছে (সেটির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি)। অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, নিজেকে প্রদীপ বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি কৃষ্ণেন্দুকে ফোনে বলছেন, ‘‘বিশ পেটি ভেজ দিজিয়ে। নেহি তো আপকো অউর আপকি ফ্যামিলি কো....।’’ পাল্টা প্রশ্ন করা হয়, ‘‘ফ্যামিলি কো কেয়া?’’ ফোনের ও পার থেকে জবাব, ‘‘আপ সমঝ লিজিয়ে!’’

Advertisement

কৃষ্ণেন্দু বলেন, ‘‘অনেকগুলো মেসেজ পাঠানো হয়েছে। প্রথমে মেসেজ দেখিইনি। পরে ফোন আসে। বিষয়টি থানায় জানিয়েছি। পুলিশ তদন্ত করে দেখছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement