পঞ্চায়েত নিয়ে প্রচার শুরুর বার্তা বেচারামের

সংগঠনের এক সভায় যোগ দিতে রবিবার মেদিনীপুরে আসেন বেচারাম। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মাঠে এই সভা হয়। ছিলেন অজিত মাইতি, দীনেন রায়, প্রদ্যোত ঘোষ প্রমুখও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৭
Share:

বক্তা: মঞ্চে বেচারাম। নিজস্ব চিত্র

সামনে পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই গ্রামে গ্রামে প্রচার শুরু করার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ কিসান খেতমজুর তৃণমূলের রাজ্য সভাপতি বেচারাম মান্না। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে সেই সাফল্যের পরিসংখ্যানই প্রচারে গিয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে।”

Advertisement

সংগঠনের এক সভায় যোগ দিতে রবিবার মেদিনীপুরে আসেন বেচারাম। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মাঠে এই সভা হয়। ছিলেন অজিত মাইতি, দীনেন রায়, প্রদ্যোত ঘোষ প্রমুখও। বেচারামের বার্তা, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা গ্রামে গ্রামে ঘুরে প্রচার করতে হবে। এই রাজ্যে মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্নয়নের জোয়ার বইছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ সমস্ত ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের কথাই বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে। তাঁর কথায়, “কৃষকদের স্বার্থে এই রাজ্য সরকার যে সব প্রকল্প হাতে নিয়েছে সেগুলো সমস্ত কৃষককে বোঝাতে হবে।” তৃণমূলের কিসান খেতমজুর সংগঠনের দাবি, দেশের অন্য রাজ্যে কৃষকেরা আত্মহত্যা করছেন। কিন্তু এ রাজ্যের চাষিরা নতুন নতুন পদ্ধতিতে চাষ করে আরও লাভবান হচ্ছেন।

অজিতবাবু, দীনেনবাবুরা বলেন, “রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের ফলে চাষিদের উন্নতি হয়েছে। গ্রামে গ্রামে ঘুরে এ কথা প্রচার করতে হবে। ২০১৯ সালে মোদী সরকার যাতে কোনও ভাবেই ক্ষমতায় না আসে সেই জন্য এখন থেকেই লড়াই চালিয়ে যেতে হবে।” সমস্ত কৃষককে তৃণমূলের ছাতার তলায় নিয়ে আসতে হবে বলেও জানিয়ে দেন সংগঠনের নেতৃত্ব। নেতৃত্বের বক্তব্য, মুখ্যমন্ত্রী চান, গরিব চাষিরা যাতে সরকারি প্রকল্পে বীজ পান। কোনও চাষি তাঁর প্রাপ্য অধিকার থেকে যাতে বঞ্চিত না হন সেটা সংগঠনের সব কর্মীরই দেখা উচিত। এদিনের সভা থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি, ব্যাঙ্ক প্রতারণা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হন নেতৃত্ব। কেন্দ্র বিরোধী আন্দোলন আরও জোরদার করার নির্দেশও দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement