Sheikh Shahjahan

শাহজাহান না থাকায় তৃণমূলের কি ক্ষতি হচ্ছে? জানালেন দলের জেলা সভাপতি তথা তৃণমূল বিধায়ক

গত ৫ জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। এখনও পুলিশের জালে ধরা পড়েননি ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান।

Advertisement
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:৩০
Share:

শাহজাহান শেখ। —ফাইল চিত্র।

এখনও অধরা সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। ইডির দেওয়া সময় পেরিয়ে গেলেও সোমবার সিজ়িও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি। শাহজাহান কবে ধরা পড়বেন বা কখনও আত্মসমর্পণ করবেন কি না, তা নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূল বিধায়ক দাবি করলেন, এলাকা কাছেপিঠেই কোথাও রয়েছেন ‘সন্দেশখালির সম্রাট’! তাঁর বক্তব্য, ‘‘শাহজাহানকে পলাতক বলা যাবে না। উনি হয়তো নিজের এলাকার আশপাশেই কোথাও রয়েছেন।’’ সেই সঙ্গে তাঁর দাবি, লোকসভা ভোটের প্রাক্কালে শাহজাহানের এই অনুপস্থিতিতে দলের ক্ষতি হচ্ছে।

Advertisement

গত ৫ জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। এখনও পুলিশের জালে ধরা পড়েননি ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এর মধ্যে রাজ্যপাল থেকে হাই কোর্ট, সব পক্ষই ভর্ৎসনা করেছে জেলা পুলিশকে। ন্যাজাট থানাকে ‘অব্যাহতি দিয়ে’ আদালত তদন্তের দায়িত্ব দিয়েছে সিট-এর হাতে। তার পরেও কেন শাহজাহানের হদিস মিলল না, সর্বত্র সেই প্রশ্ন উঠছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী অখিল গিরি দাবি করেছিলেন, শাহজাহান রাজ্যের বাইরে কোথাও রয়েছেন। চিকিৎসা করাতেই রাজ্যের বাইরে গিয়েছেন তিনি। যদিও তাতে সায় দেননি তৃণমূল নেতৃত্ব।

সোমবার তৃণমূলের হাড়োয়ার বিধায়ক তথা বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি হাজি শেখ নুরুল ইসলামকেও শাহজাহানের ব্যাপারে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, এলাকায় শাহজাহানের না থাকায় দলের ক্ষতি হচ্ছে কি না। সেই প্রশ্নের জবাবে নুরুল বলেন, ‘‘হ্যাঁ, দলের তো অবশ্যই ক্ষতি হচ্ছে।’’ বিধায়ককে জিজ্ঞাসা করা হয়, দল শাহজাহানের ব্যাপারে কী ভাবছে? এর জবাবে বিধায়ক বলেন, ‘‘শাহজাহানের ব্যাপারে জেলা স্তরে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। রাজ্য নেতৃত্ব যে ভাবে বলবে, সেই ভাবেই চলা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement