তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল ছবি।
পুজো শেষ হতে না হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। বৃহস্পতিবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, ইডি দফতরে যাবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তেই অভিষেককে ডেকে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
নিয়োগ তদন্তে নেমে গত ৩ অক্টোবর অভিষেককে ইডি ডেকেছিল। কিন্তু রাজধানী দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সে বার তিনি যাননি। গত ৯ অক্টোবর তাঁকে আবার তলব করে ইডি। সে বারও হাজিরা দেননি অভিষেক। গত ১০ অক্টোবর আদালতের নির্দেশে নিজের সম্পত্তির খতিয়ান ইডিকে দেন অভিষেক। তার পর পুজো পর্ব মিটতেই আবার ইডির তলব পেলেন অভিষেক। এই যাত্রায় তিনি ইডির দফতরে যাবেন বলে জানিয়েছে তৃণমূল। এর আগে অবশ্য অভিষেকের মা, বাবা, স্ত্রী এবং আপ্তসহায়ককে তলব করেছিল ইডি। অভিষেকের স্ত্রী এবং আপ্তসহায়ক ইডির কাছে হাজির হয়েছিলেন।
গত ছ’মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই অভিষেককে একাধিক বার তলব করেছে। নিয়োগ দুর্নীতি মামলায় গত ২০ মে অভিষেককে তলব করে সিবিআই। তখন তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচি চলছিল। ১৩ জুন নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেককে আবার ইডির তলব। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠকের দিন অভিষেককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইন্ডিয়ার বৈঠকে প্রতিবাদস্বরূপ অভিষেকের চেয়ার আগাগোড়া ফাঁকা রাখা হয়। ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না ছিল। সে দিনই অভিষেককে তলব করেছিল ইডি। কিন্তু অভিষেক সে বার হাজিরা দেননি। ৯ অক্টোবর আবার তলব ইডির। ইডির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে অভিষেক। আদালত সম্পত্তির নথি ইডির কাছে জমা দিতে বলে অভিষেককে। ১০ অক্টোবর অভিষেক ইডিকে নথি জমা দেন।