—প্রতীকী চিত্র।
বিজেপির কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে ‘প্রতারণা’ হিসেবে চিহ্নিত করে প্রচারে নেমে পড়ল তৃণমূল। সেই সঙ্গে মমতা-জমানায় রাজ্যে এক কোটি কর্মসংস্থান হয়েছে বলে দাবি করা হল। রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল আমলে তৈরি এই কর্মসংস্থানের হিসেব সোমবার প্রকাশ করেছেন। বিজেপি আবার এ দিনই তৃণমূলের ‘ব্যর্থতার কার্ড’ প্রকাশ করে পাল্টা প্রচারে নেমেছে।
বিধানসভা ভোটে মুখে কর্মসংস্থান নিয়ে তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির। রাজ্যে ক্ষমতায় এলে ৭৫ লক্ষ বেকারের কর্মসংস্থান করা হবে বলে রবিবার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একটি ফর্ম বিলি করে এই প্রতিশ্রুতিকে বিশ্বাসযোগ্য করতে উদ্যোগী হয়েছে তারা। বিজেপির এই প্রচারকে ভোটের জন্য ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করে এ দিন তৃণমূলের ৯ বছরের সরকারের কাজের খতিয়ান দেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব। তাঁর বক্তব্য, ‘‘প্রতিশ্রুতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে এক কোটি নতুন কর্মসংস্থান হয়েছে।’’ তথ্যপ্রযুক্তি শিল্পেই সরকার বড় সাফল্য পেয়েছে বলে দাবি তৃণমূলের। শোভনদেববাবুর হিসেব, ‘‘টিসিএস-এর মতো প্রতিষ্ঠানে ৪৪ হাজার কর্মসংস্থান হয়েছে। সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে আরও ৬১ হাজার কাজের সুযোগ হবে।’’ সরকার পক্ষের হিসেব অনুযায়ী, ২০১০ পর্যন্ত রাজ্যে তথ্যপ্রযুক্তি সংস্থা ছিল ৫০০টি। এখন তা দেড় হাজার।
এ ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রকল্পে যে নয়া কাজ সৃষ্টি হয়েছে, তার হিসেবও দিয়েছে তৃণমূল। স্বনির্ভরতা গড়তে সরকারের ‘গতিধারা’ প্রকল্পে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণে ২৮ হাজার যুবক-যুবতী উপকৃত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে ৬ লক্ষ যুবক-যুবতী স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ পাচ্ছেন বলেও জানানো হয়েছে। ‘যুবশ্রী’ ও ‘কর্মসাথী’ প্রকল্পে মোট তিন হাজার যুবক-যুবতী সাহায্য পেয়েছেন বলেও দাবি বিদ্যুৎমন্ত্রীর। চলতি মাসে রাজ্যে ব্যবসার জন্য নতুন ২০টি আবেদন অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। তৃণমূলের দাবি, এই প্রস্তাবগুলি কার্যকর হলে রাজ্যে সাড়ে তিন হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। তাতে ৯ হাজার নতুন কর্মসংস্থার তৈরি হবে।
রাজ্যের সাফল্যের কার্ড আগেই প্রকাশ করেছিল তৃণমূল। তার পাল্টা তৃণমূলের ‘ব্যর্থতার কার্ড’ নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি নিয়েছে বিজেপি। রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এবং নির্বাচন কমিশনে সমন্বয়ের ভারপ্রাপ্ত নেতা শিশির বাজোরিয়া এ দিন ওই কার্ড প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পোদ্যোগ, আইনশৃঙ্খলা, নারী-সুরক্ষা— সব দিক থেকেই তৃণমূল সরকার ‘ব্যর্থ’। এই মর্মে এ দিন টুইটও করেছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।