Manoj Tigga

Manoj Tigga: টিগ্গার চিকিৎসা নিয়ে তরজা অব্যাহত

তৃণমূলের চিকিৎসক সাংসদ শান্তনু সেন টুইট করে দাবি করেছিলেন, মনোজের পাঁজরে কোনও চোট লাগেনি। বিজেপি মিথ্যে বলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ০৭:২৩
Share:

ফাইল চিত্র।

বিজেপির পরিষদীয় দলের সচেতক মনোজ টিগ্গার চিকিৎসা নিয়ে মঙ্গলবারও তরজা অব্যাহত। বিজেপি সোমবার অভিযোগ করেছিল, মনোজের পাঁজরের হাড়ে চোট থাকা সত্ত্বেও তাঁকে হাসপাতাল ভর্তি নেয়নি। জবাবে তৃণমূলের চিকিৎসক সাংসদ শান্তনু সেন টুইট করে দাবি করেছিলেন, মনোজের পাঁজরে কোনও চোট লাগেনি। বিজেপি মিথ্যে বলছে। এর প্রতিক্রিয়ায় বিজেপি এ দিন মনোজের পাঁজরের হাড় ভাঙার ‘প্রমাণ’ প্রকাশ্যে এনেছে। যদিও তা নিয়েও প্রশ্ন তুলেছেন শান্তনু।

Advertisement

বিধানসভার অধিবেশন কক্ষে শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপির বিধায়কদের সংঘর্ষ হয়েছিল সোমবার। তার পর মনোজ -সহ সাত জন বিজেপি বিধায়ক কাদাপাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হলে হাসপাতালের বিরুদ্ধে মনোজকে ‘উপযুক্ত’ চিকিৎসা না দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মনোজের পাঁজর ভাঙা সত্ত্বেও বিধাননগর কমিশনারেটের চাপে মনোজকে ভর্তি করেনি হাসপাতাল। মনোজকে এ দিন দিল্লির এমসে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সোমবারই তৃণমূল সাংসদ শান্তনু মনোজের বুকের এক্স রে-র ছবি দিয়ে টুইটে লিখেছিলেন, “বিজেপির দাবি মিথ্যা। ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এস ভাটিয়া মনোজকে পরীক্ষা করে জানিয়েছেন, তাঁর ভর্তি হওয়ার প্রয়োজন নেই।” জবাবে বিজেপি এ দিন ওই হাসপাতালে মনোজের চিকিৎসার একটি নথি সামনে এনেছে। সেখানে লেখা আছে, মনোজের পাঁজরের ষষ্ঠ হাড়টি ভাঙা।

বিজেপির ‘নথি’ দেখে শান্তনু অবশ্য এ দিনও বলেন, “এটা ইমার্জেন্সি-র টিকিট। রেডিয়োলজিক্যাল রিপোর্ট নয়। আর পুরনো আঘাতের ইতিহাস ও তার চিহ্ন থেকে থাকতে পারে। কিন্তু পৃথিবীর কোনও হাসপাতাল এর জন্য রোগীকে ভর্তি করে না, এটা অত্যন্ত জোর গলায় বলা যায়।” শান্তনুর আরও মন্তব্য, “বুকের পাঁজর ভাঙলে যে পরিমাণ যন্ত্রণা হয়, সে রকম বিন্দুমাত্র হলেও কোনও হাসপাতাল ভর্তি না করে এই ভাবে ছাড়ত না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement