সাফ কথা
ওয়ার্ডরোব সাফ করার সময়ে কোনায় পড়ে থাকা কাপড়ও বাইরে বের করে রাখুন।
জামার ফাঁকে
কাচা পোশাকের মধ্যে সিলিকা জেলের ছোট প্যাকেট রাখুন। যা আর্দ্রতা শুষে নেবে। নিমপাতা বা লবঙ্গও ভাল কাজ দেয়।
আলো দিয়ে
ওয়ার্ডরোবে ছোট আলো রাখলে ভাল হয়। তাপে ফাঙ্গাস দূর হবে।
ভেজা নয়
পুরো শুকনো হলে তবেই পোশাক ভিতরে রাখুন
হাওয়া বদল
রোজ কিছুক্ষণের জন্য ওয়ার্ডরোব খুলে রাখলে ফাঙ্গাস হবে না