Tiger in Bankura

জ়িনতের প্রেমিককে দেখেই কি জ্ঞান হারালেন গাঁয়ের বধূ? বাঁকুড়ার গ্রামে ফের বাঘের আতঙ্ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডুবুখানা গ্রামের রাধিকা মাণ্ডি বৃহস্পতিবার বিকেলের দিকে গ্রাম লাগোয়া জঙ্গলে গিয়েছিলেন। সেখান থেকে কোনওক্রমে বাড়ি ফিরে আসেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬
Share:
ফের বাঁকুড়ার জঙ্গলে বাঘ, দাবি গ্রামবাসীদের।

ফের বাঁকুড়ার জঙ্গলে বাঘ, দাবি গ্রামবাসীদের। —ফাইল ছবি।

জঙ্গলে আর বাঘ নেই! ঝাড়খণ্ডে ফিরে গিয়েছে সে। খবর রটে যেতেই আগের মতো আবার জঙ্গলে যাতায়াত শুরু করে দিয়েছিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার বিকেলে নিশ্চিন্তেই জঙ্গলে গিয়েছিলেন গ্রামের এক গৃহবধূ। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই ঊর্ধ্বশ্বাসে ছুট দিয়ে গ্রামে ফিরে আসেন তিনি। জ্ঞানও হারান বাড়িতে ঢুকে। পরে যখন তাঁর জ্ঞান ফেরে, বধূ জানান, জঙ্গলে বাঘের সামনে পড়ে গিয়েছিলেন তিনি!

Advertisement

বৃহস্পতিবার বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের ডুবুখানা গ্রামের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর জানাজানি হতেই বন দফতর এবং স্থানীয়দের আশঙ্কা, ঝাড়খণ্ড থেকে আবার ফিরে এসেছে জ়িনতের প্রেমিক!

গত বছরের শেষে বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে বন দফতরের ঘুমপাড়ানি গুলিতে কাবু হওয়ার পর ওড়িশার সিমলিপাল ব্যাঘ্রপ্রকল্পে ফিরিয়ে দেওয়া হয়েছিল বাঘিনি জ়িনতকে। তার পরেই ঝাড়খণ্ড থেকে আরও একটি পূর্ণবয়স্ক বাঘ ঢুকে পড়ে এ রাজ্যে। বাঘ বিশেষজ্ঞদের একাংশের ধারণা, জ়িনতের খোঁজেই জঙ্গলমহলে এসেছিল বাঘটি। সেই ‘প্রেমিক’ বাঘটি মাঝে এক বার কয়েক দিনের জন্য ঝাড়খণ্ডের দলমায় ফিরে গেলেও গত সপ্তাহে সে আবার এ রাজ্যের জঙ্গলমহলে ঢুকে পড়ে। দিন পাঁচেক বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়ানোর পর সোমবার থেকে তার আর কোনও খোঁজ পাচ্ছিল না বন দফতর। বনকর্মীদের অনুমান ছিল, আবার ঝাড়খণ্ডে ফিরে গিয়েছে জ়িনতের ‘প্রেমিক’। তার পর তিন দিন কাটতে না-কাটতেই ডুবুখানা গ্রামের ঘটনা নতুন করে বাঘের ফিরে আসার জল্পনাকে উস্কে দিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডুবুখানা গ্রামের রাধিকা মাণ্ডি বৃহস্পতিবার বিকেলের দিকে গ্রাম লাগোয়া জঙ্গলে গিয়েছিলেন। সেখান থেকে কোনও ক্রমে বাড়ি ফিরে আসেন তিনি। বাড়িতে ফিরেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছু ক্ষণ পরে জ্ঞান ফিরলে তিনি জানান, জঙ্গলে তিনি খুব কাছ থেকে বাঘ দেখেছেন। খবর পেয়েই ওই গ্রামে যান বনকর্মীরা। রাধিকার চিকিৎসার ব্যবস্থাও করেন তাঁরা।

রাধিকা বলেন, ‘‘জঙ্গলে গিয়েছিলাম। সেখানে আচমকাই দেখি একটি বিশাল বাঘ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কোনও রকমে নিজেকে সামলে নিয়ে দৌড় দিই। পালিয়ে আসি।’’

বৃহস্পতিবার রাতে ডুবুখানা ও আশপাশের গ্রামে আগুন জ্বালিয়ে পাহারাও দেন গ্রামবাসীরা। বন দফতরও এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে। রাজ্যের মুখ্য বনপাল (কেন্দ্রীয় চক্র) এস কুলানডাইভেল বলেন, ‘‘বাঘ চলতি সপ্তাহেই দলমায় ফিরে গিয়েছিল। সে আবার এ রাজ্যে ফিরে আসবে না, এমন কথা বলা যায় না। তবে বাঘটি এ রাজ্যে ফিরে আসার ব্যাপারে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আমাদের বনকর্মীরা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement