(বাঁ দিকে) মুর্শিদাবাদ ও পুরুলিয়া (ডান দিকে) জেলা সম্মেলন শেষে সিপিএমের জেলা সম্পাদক নির্বাচন। —নিজস্ব চিত্র।
ফের পদে ফিরলেন সিপিএমের তিন জন জেলা সম্পাদক। সিপিএমের দার্জিলিং, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলা সম্মেলন থেকে দলের জেলা সম্পাদক পদে ফের দায়িত্ব পেলেন যথাক্রমে সমন পাঠক, প্রদীপ রায় ও জামির মোল্লা। শিলিগুড়িতে সিপিএমের ২৪তম জেলা সম্মেলনে গঠিত হয়েছে ৪০ জনের নতুন জেলা কমিটি। বিদায়ী জেলা কমিটির আমন্ত্রিত সদস্য অশোক ভট্টাচার্য ও পরিমল ভৌমিককে সংবর্ধনা দেওয়া হয়েছে সম্মেলন-মঞ্চে। জয়পুরে দলের ২২তম পুরুলিয়া জেলা সম্মেলন থেকে গঠিত হয়েছে ৬০ জনের জেলা কমিটি। আর রঘুনাথগঞ্জে দলের জেলা সম্মেলন শেষেও ৬০ জনের নতুন জেলা কমিটি হয়েছে। তিন জেলা কমিটিই ‘সর্বসম্মত ভাবে’ পুরনো জেলা সম্পাদকদের পুনর্নির্বাচিত করেছে। সিপিএমের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে তিন জেলা সম্মেলনেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের একগুচ্ছ প্রস্তাব নেওয়া হয়েছে।