Bomb threat at School

ফের ইমেলে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, তল্লাশিতে বম্ব স্কোয়াড

লালবাজার সূত্রের খবর, স্কুল ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে স্কুলগুলিতে ইমেল পাঠানো হয়েছে। তাতে ব্রাজ়িলের জঙ্গিদের কথাও উল্লেখ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৬:৩৬
Share:
তদন্ত শুরু করেছে লালবাজার।

তদন্ত শুরু করেছে লালবাজার। —প্রতীকী চিত্র।

আবার ইমেলে বোমা রাখার হুমকি। কলকাতার ভারতীয় জাদুঘরের পরে এ বার শহরের চারটি স্কুলে ইমেল পাঠিয়ে বোমাতঙ্ক ছড়ানো হল। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, স্কুল ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই স্কুলগুলিতে ইমেল পাঠানো হয়েছে। তাতে ব্রাজ়িলের জঙ্গিদের কথাও উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই সমস্ত ইমেল কোথা থেকে পাঠানো হয়েছিল, আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে তা জানার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, বছরখানেক আগেও একই ভাবে বিভিন্ন স্কুলে ইমেল পাঠিয়ে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল।

কলকাতা পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুরে শহরের চারটি স্কুলে ওই ইমেল যায়। কিন্তু স্কুল ছুটি থাকায় তা নিয়ে বিশেষ শোরগোল তৈরি হয়নি। ওই চারটি স্কুলে গোপনেই পৌঁছে যায় পুলিশের বম্ব স্কোয়াড। তবে তল্লাশি চালিয়েও কোথাও কিছু মেলেনি বলেই দাবি করেছে পুলিশ। স্কুলগুলির তরফেও একই কথা জানানো হয়েছে। এই সমস্ত ইমেল পাঠানোর পিছনে বিদেশি কোনও দুষ্কৃতী-চক্রের হাত আছে কিনা, তা খতিয়ে দেখা শুরু হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে কলকাতার ভারতীয় জাদুঘরেও একই ভাবে বোমা রাখা আছে বলে ইমেল পাঠানো হয়েছিল। যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। জাদুঘরের একাধিক জায়গায় বোমা রাখা আছে বলে ইমেলে জানানো হয়েছিল। বছরখানেক আগেও স্কুলে এ ভাবে বোমাতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল ইমেলের মাধ্যমে। সে বার মধ্যরাতের পরে একাধিক স্কুলে বোমা রয়েছে বলে ইমেল পাঠানো হয়েছিল। ২০০টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ইমেলে জানানো হয়, বোমায় টাইমার দেওয়া রয়েছে। বাচ্চারা যে সময়ে স্কুলে থাকবে, সেই সময়েই বিস্ফোরণ হবে, এমন ভাবে টাইমার সেট করা রয়েছে। যদিও শেষ পর্যন্ত কোথাও কিছু মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন