water

কোভিড যোদ্ধাদের জন্য পানীয় জলের পাউচের বন্দোবস্ত করছে রাজ্য সরকার

প্রথমসারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে কর্মরত চিকিৎসক, হাসপাতাল কর্মী এবং কোভিড যুদ্ধে কর্মরত সর্বস্তরের পুলিশ কর্মীদের পানীয় জলের পাউচ দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২১ ২০:৫৩
Share:

করোনা যোদ্ধাদের জন্য বিনামূল্যে পানীয় জলের পাউচ দেওয়া হবে।

কোভিড যোদ্ধাদের জন্য পানীয় জলের পাউচের বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতর তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের সব ক’টি জেলায় করোনা যোদ্ধাদের জন্য বিনামূল্যে পানীয় জলের পাউচ দেওয়া হবে। চাহিদা মতো পানীয় জলের পাউচের জন্য আবেদন করতে বলা হয়েছে জেলাশাসকদের।

Advertisement

আপাতত সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল, থানা, সেফ হোমে কর্মরত প্রথম সারির করোনা যোদ্ধাদের এই জলের পাউচ দেওয়া হবে। কর্মরত চিকিৎসক, মেডিক্যাল স্টাফ, নন মেডিক্যাল স্টাফ-সহ সরকারি হাসপাতালের সর্বস্তরের কর্মী এবং কোভিড যুদ্ধে কর্মরত থানা ও সর্বস্তরের পুলিশ কর্মীদের জন্য এই পাউচ দেওয়া হবে। গ্রীষ্মকালে পানীয় জলের চাহিদা বৃদ্ধি পায়। সে কথা ভেবে কোভিড যোদ্ধাদের যাতে পানীয় জল নিয়ে সমস্যায় না পড়তে হয় সে জন্যই রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘আমরা প্রতি দিন ১ লক্ষ পানীয় জলের পাউচ তৈরি করতে পারি। অতিমারির এই সময়ে কোনও কোভিড যোদ্ধা যাতে পানীয় জলের সমস্যায় না পড়েন, সেই জন্য পানীয় জলের পাউচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের হাতে পর্যাপ্ত পাউচ রয়েছে। জেলাশাসকরা তাঁদের চাহিদার কথা জানালেই আমরা পাউচ পাঠাতে শুরু করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement