প্রতীকী ছবি।
রাজ্যে বিধানসভার বকেয়া ভোট করা এবং না- করার পরস্পর বিরোধী দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
রাজ্যে এখন ভোটের জন্য উপযুক্ত পরিস্থিতি নেই বলে নির্বাচন কমিশনকে জানাতে চলেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার বলেন, ‘‘রাজ্যে করোনা বিধি চালু। স্কুল, কলেজ, ট্রেন বন্ধ। এই অবস্থায় নির্বাচন হবে কী ভাবে? নির্বাচন চাইলে সব কিছু স্বাভাবিক বলে জানিয়ে দেওয়া হোক।’’ এই মতের স্বপক্ষে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে করোনা পরিস্থিতি সহ আটটি নির্দিষ্ট কারণ জানিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তবে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছেন তাঁরা।
যে সাতটি বিধানসভা আসনে নির্বাচন হওয়ার কথা অবিলম্বে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি নিয়ে কমিশনে যাবেন তৃণমূলের পাঁচ সাংসদ। তৃণমূল সূত্রে খবর, আগামী দু’একদিনের মধ্যে দিল্লিতে কমিশনের দফতরে অবিলম্বে এই নির্বাচন সম্পন্ন করার দাবি জানানো হবে। দলের মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘যাঁরা আট দফা নির্বাচন করে রাজ্যে করোনা ছড়িয়ে গেল তাদের মতের কোনও গুরুত্ব নেই। কমিশনকে আমরা জানাব, এখন বিধানসভা ভোট সেরে ফেলতে কোনও অসুবিধা নেই।’’
প্রসঙ্গত, ভবানীপুর সহ রাজ্যে সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা। ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।