Central Government Schemes

গ্রামীণ সড়ক যোজনায় বরাদ্দ আসার সম্ভাবনা

শুধু প্রধানমন্ত্রী আবাস বা একশো দিনের কাজের প্রকল্পই নয়, কেন্দ্রের বরাদ্দ আটকে থাকার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাতেও। বাকি প্রকল্পগুলির মতো এই প্রকল্পটি নিয়েও কেন্দ্রের সঙ্গে রাজ্যের আলোচনা চলছে দীর্ঘদিন ধরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ০৮:০৯
Share:

কেন্দ্রের বরাদ্দ আটকে থাকার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাতেও। —প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় আটকে থাকা বরাদ্দ আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজ্য প্রশাসনিক সূত্রের দাবি। কয়েক দিন আগে আধিকারিক স্তরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কথা হয়েছে এ ব্যাপারে। তার পরেই এই আশা করা হচ্ছে রাজ্যের তরফে। যদিও বরাদ্দ আসছে কি না, এ ব্যাপারে সরকারি ভাবে এখনই কোনও মন্তব্যে রাজি নয় রাজ্য।

Advertisement

শুধু প্রধানমন্ত্রী আবাস বা একশো দিনের কাজের প্রকল্পই নয়, কেন্দ্রের বরাদ্দ আটকে থাকার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাতেও। বাকি প্রকল্পগুলির মতো এই প্রকল্পটি নিয়েও কেন্দ্রের সঙ্গে রাজ্যের আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। সূত্রের দাবি, সম্প্রতি ওই খাতে বকেয়া বরাদ্দের একটা বড় অংশ ছাড়ার ইঙ্গিত মিলেছে কেন্দ্রের তরফে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, ২০২২ সালে প্রায় ৩৪৩ কোটি টাকা রাজ্যকে গ্রামীণ সড়ক প্রকল্পে দিয়েছিল কেন্দ্র। তার পর থেকে এ পর্যন্ত ওই খাতে আর বরাদ্দ আসেনি। কেন্দ্র বরাদ্দ শেষ পর্যন্ত ছাড়লে বেশ কয়েক হাজার কোটি টাকা ওই খাতে পাবে রাজ্য।

যদিও পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার বলেন, “প্রায় ছ’হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করার পরেও গত দু’বছর ধরে টাকা আটকে রয়েছে। দিন তিনেক আগে আধিকারিক স্তরে এ নিয়ে রাজ্যের সঙ্গে কথা হয়েছে কেন্দ্রের। টাকা ছাড়া হচ্ছে কি না, তা এখনই বলা সম্ভব নয়। সোমবার নথি দেখলে বোঝা যাবে। না আঁচালে বিশ্বাস নেই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement