জ্যোতিপ্রিয় মল্লিক। — ফাইল চিত্র।
রেশন বণ্টন দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিক খুবই অসুস্থ, অবিলম্বে তাঁর চিকিৎসার প্রয়োজন, এই দাবিকে সামনে রেখে তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন করলেন আইনজীবী।
মঙ্গলবার বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, “জ্যোতিপ্রিয় সঙ্কটাপন্ন। তাঁর কিডনি, হৎপিন্ড ক্রমশ অকেজো হয়ে পড়ছে। একাধিক বার অস্ত্রোপচার হয়েছে। পেসমেকার রয়েছে। শারীরিক অবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ছে। সংশোধনাগারে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। অক্টোবরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তখনই শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। এখন অসুস্থতা আরও বেড়েছে।’’
উল্লেখ্য, এর আগের দিনও আদালতে মিলন জানিয়েছিলেন, প্রাক্তন মন্ত্রীর ওজন কমে ৩৭ কেজি হয়ে গিয়েছে। যা শুনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছিলেন, এমন হলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।
সে দিনও ইডির তরফে জামিনের বিরোধীতা করা হয়। মঙ্গলবারেও ইডির আইনজীবীরা বলেন, “জ্যোতিপ্রিয় দীর্ঘ কয়েক মাস এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। তেমন শারীরিক অসুস্থতা থাকলে, হাসপাতাল কী ভাবে তাঁকে ১৩ জানুয়ারি সংশোধনাগারে পাঠিয়ে দিল। সংশোধনাগারও জ্যোতিপ্রিয়র গুরুতর অসুস্থতার কোনও রিপোর্ট আদালতে জমা দেয়নি।”
আজ, বুধবার ফের শুনানি হওয়ার কথা।