ISC

ISC: স্কুলে আইএসসি প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে এ মাসেই

পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, হোম সায়েন্স, ফ্যাশন ডিজাইন, ইন্ডিয়ান মিউজ়িক-সহ মোট ১০টি বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ০৮:৩১
Share:

প্রতীকী চিত্র।

সময়সূচি তৈরি করবে স্কুল। তবে তাদের স্কুলগুলিকে ২৫ অক্টোবর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা স্কুলেই অফলাইনে নিতে হবে বলে জানিয়ে দিল সিআইএসসিই বোর্ড। প্র্যাক্টিক্যালের নম্বর আপলোড করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। সিআইএসসিই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন রবিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

Advertisement

বোর্ড-সচিব জানান, প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে স্কুলে। কোন পরীক্ষা কবে নেওয়া হবে, সেটা এক সপ্তাহ আগে পরীক্ষার্থীদের জানিয়ে দিতে হবে। স্কুলের প্র্যাক্টিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন অন্য কোনও স্কুলের পরীক্ষক। নির্দিষ্ট দিনে পরীক্ষা নিতেও যাবেন অন্য স্কুলের পরীক্ষকেরাই।

অতিমারিতে বন্ধ স্কুল খোলার তোড়জোড় চললেও ঠিক কবে ক্লাস চালু রাজ্য সরকার তা জানায়নি। কিন্তু আইএসসি-র প্র্যাক্টিক্যাল যে সাত-আট দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে, সেটা পরিষ্কার করে দিয়েছে বোর্ড।

Advertisement

তাদের এ দিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, হোম সায়েন্স, ফ্যাশন ডিজাইন, ইন্ডিয়ান মিউজ়িক-সহ মোট ১০টি বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে। যিনি অন্য স্কুল থেকে পরীক্ষা নিতে আসবেন, তিনি আগে এক বার সংশ্লিষ্ট স্কুলে এসে দেখে যাবেন, সেখানকার ল্যাবরেটরি বা প্র্যাক্টিক্যাল পরীক্ষার ক্লাসরুম কতটা বড়। তিনিই জানিয়ে দেবেন, করোনার স্বাস্থ্যবিধি মেনে ঠিক ক’টি ব্যাচে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে। প্র্যাক্টিক্যালেও দুই পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে ছ’ফুট দূরত্ব বজায় রাখতে হবে। একই ভাবে নির্ধারিত দিনের মধ্যে প্রজেক্ট ওয়ার্কও জমা দিতে হবে স্কুলকে।

এ দিকে, সিবিএসই বোর্ড তাদের দশম ও দ্বাদশের দু’টি সিমেস্টারের পরীক্ষা অফলাইনে হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানোর পরেই অবশ্য শুরু হয়েছে বিতর্ক। রাজ্যে করোনা এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যে সিবিএসই বোর্ড জোড়া সিমেস্টারের পরীক্ষা কী ভাবে অফলাইনে নেওয়ার কথা ঘোষণা করল, সেই প্রশ্ন তুলেছেন ওই বোর্ডের অধীন বিভিন্ন স্কুলের দ্বাদশ শ্রেণির বেশ কিছু পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা। অভিভাবক ও পড়ুয়াদের বক্তব্য, অতিমারির তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও তো রয়েছে ষোলো আনা। স্কুল খোলেনি এখনও। এই পরিস্থিতিতে কী ভাবে নভেম্বর-ডিসেম্বরে অফলাইনে প্রথম সিমেস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সিবিএসই বোর্ড?

তাঁদের আরও প্রশ্ন, সিআইএসসিই বোর্ড যদি তাদের দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার প্রথম সিমেস্টার অনলাইনে নিতে পারে, তা হলে সিবিএসই অনলাইনে পরীক্ষা নেবে না কেন? সিবিএসই বোর্ডের অধীনে থাকা স্কুল শ্রীশিক্ষায়তনের মহাসচিব ব্রততী ভট্টাচার্য বলেন, “বিজ্ঞপ্তি জারি করলেও করোনা পরিস্থিতির উপরে নজর রাখছে বোর্ড। পরিস্থিতির তেমন অবনতি হলে তারা সিদ্ধান্ত পাল্টাতেও পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement