State News

ক্যাবের বেলাগাম ভাড়ায় রাশ টানতে আজ বৈঠকে বসছে সরকার

ক্যাব সংস্থাগুলির নিয়ন্ত্রণহীন ভাড়া আদায়ের পথ বন্ধ করতে উদ্যোগী রাজ্য। দিনের বিভিন্ন সময়ে হঠাৎ হঠাৎ সার্চ চার্জের নামে অতিরিক্ত ভাড়া নেওয়া নিয়ে যাত্রীদের মধ্যে বেশ কিছু দিন ধরেই ক্ষোভ বাড়ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ১৩:০৬
Share:

ক্যাব সংস্থাগুলির নিয়ন্ত্রণহীন ভাড়া আদায়ের পথ বন্ধ করতে উদ্যোগী রাজ্য। —ফাইল চিত্র।

অ্যাপ ক্যাব সংস্থাগুলির বেলাগাম সার্চ চার্জে রাশ টানতে কি পারবে রাজ্য সরকার? বুধবার বিকেলের পরই তা স্পষ্ট হয়ে যাবে। কারণ আজ দুপুরে ওলা, উবর-এর মতো ক্যাব সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

ক্যাব সংস্থাগুলির নিয়ন্ত্রণহীন ভাড়া আদায়ের পথ বন্ধ করতে উদ্যোগী রাজ্য। দিনের বিভিন্ন সময়ে হঠাৎ হঠাৎ সার্চ চার্জের নামে অতিরিক্ত ভাড়া নেওয়া নিয়ে যাত্রীদের মধ্যে বেশ কিছু দিন ধরেই ক্ষোভ বাড়ছিল। প্রাকৃতিক বিপর্যয়ই হোক অথবা উৎসব— অ্যাপ ক্যাবের ভাড়া গুণতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ক্যাবে যাতায়াত এখন অনেকের কাছেই কার্যত আতঙ্কের। একটু রাত হলেই মাত্রাতিরিক্ত ভাড়া দাবি করে।

কিসের ভিত্তিতে ওই সংস্থাগুলি এই সার্জ চার্জ নিয়ে থাকে, তা যাত্রীদের কাছে স্পষ্ট নয়। এই সমস্যার কথা ভেবেই ক্যাব সংস্থাগুলোর কাছে চিঠি দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছিল রাজ্য সরকার। ক্যাব সংস্থাগুলির বক্তব্য, কোনও এলাকায় গাড়ির চাহিদা এবং জোগানের ভিত্তিতেই সার্চ চার্জ নেওয়া হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে ১.৯ থেকে ২.৯ গুণ সার্চ চার্জ নেওয়া হয়ে থাকে।

Advertisement

আরও পড়ুন
তিন গুণও হয় ভাড়া, উত্তর এল ক্যাব সংস্থার

ক্যাব সংস্থাগুলি এই যুক্ত মানতে নারাজ পরিবহণ দফতর। তাদের বক্তব্য, জোগান এবং চাহিদার কথা বলে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ এবং তাদের নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত করতে হবে। পরিবহণ দফতরের এক কর্তা বলেন, হলুদ ট্যাক্সির ভাড়া বেঁধে দেওয়া হয়েছে। দিনের বিভিন্ন সময়ে ইচ্ছে মতো তারা ভাড়া বৃদ্ধি করতে পারে না। এমনকি, রাতেও না। তা হলে অ্যাপ ক্যাব সংস্থাকে কেন ছাড় দেওয়া হবে?

আরও পড়ুন
কাউন্সেলিং বন্ধ, এ বার টাকা জমাও অনলাইনে

ক্যাব সংস্থাগুলোর ভাড়া বেঁধে দিতে না চাইলেও, ইচ্ছে মতো সার্জ চার্জ নেওয়া একেবারেই বন্ধ করতে চাইছে পরিবহণ দফতর। তবে তাড়াহুড়ো না করে আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র বের করতে চাইছে উভয় পক্ষই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement