Recruitment Case

নিয়োগ দুর্নীতিতে ইডির তদন্ত নিয়ে প্রশ্ন কোর্টের

এ দিন মানিক তাঁর বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে আসছে বলে আদালতে জানান। চক্ষু পরীক্ষায় ছানি ধরা পড়েছে। তাঁর বাঁ চোখের দ্রুত অস্ত্রোপচারের দরকার বলেও মানিক বিচারককে জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২৪ ০৬:৪৭
Share:

—প্রতীকী ছবি।

নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র তদন্তের ফাঁকফোকর নিয়ে বিচারক ফের অসন্তোষ প্রকাশ করলেন।

Advertisement

বুধবার ওই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এবং রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদের জামিনের শুনানি হয়। তবে শুধুমাত্র মানিক সশরীরে আদালতে ছিলেন। বাকি অভিযুক্তেরা ভার্চুয়াল শুনানিতে যোগ দেন।

নিয়োগ দুর্নীতির মামলায় অর্পিতার দু’টি সংস্থাকে সমন পাঠিয়েছিল ইডি। এ দিন অর্পিতার আইনজীবী বলেন, “সঠিক নামে সমন জারি করা হয়নি। সে ক্ষেত্রে অর্পিতার কোনও দায় নেই।” এর পরে বিচারক ইডির তদন্তের হাল নিয়েই প্রশ্ন তোলেন। ইডির আইনজীবীকে তিনি বলেন, “সঠিক পদ্ধতিতে তদন্তের প্রয়োজন রয়েছে। সেই বিষয়ে সতর্ক থাকা উচিত।”

Advertisement

এ দিন মানিক তাঁর বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে আসছে বলে আদালতে জানান। চক্ষু পরীক্ষায় ছানি ধরা পড়েছে। তাঁর বাঁ চোখের দ্রুত অস্ত্রোপচারের দরকার বলেও মানিক বিচারককে জানিয়েছেন। চক্ষু পরীক্ষার রিপোর্ট দেখে বিচারক নির্দেশ দেবেন বলে আদালত সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement