TET 2022 Result

টেট ২০২২-এর ফলপ্রকাশ, প্রথম দশে ১৭৭ জন, একে বর্ধমানের মেয়ে ইনা সিংহ, দ্বিতীয় স্থানে চার কন্যা

গত ডিসেম্বরেই টেট ২০২২ সালের পরীক্ষা হয়। পরীক্ষার্থী ছিলেন ছ’লক্ষেরও বেশি। নিয়োগ দুর্নীতি মামলার আবহে টেট পরীক্ষার দিকে নজর রয়েছে হাই কোর্টেরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৪
Share:

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। ফাইল চিত্র।

২০২২ সালের ডিসেম্বরে হওয়া টেট পরীক্ষার ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার পর্ষদ সভাপতি গৌতম পাল এই ফল প্রকাশ করেন। প্রাথমিক ভাবে জানানো হয়েছে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের কন্যা ইনা সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ১৩৩। দ্বিতীয় স্থানে রয়েছেন চার জন। চার জনই মেয়ে। এ ছাড়া প্রথম দশের মধ্যে ১৭৭ জন রয়েছে বলে জানিয়েছেন গৌতম।

Advertisement

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ২০২২ সালের টেটের ফল প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সেখানেই টেটে প্রথম স্থানাধিকারীর নাম ঘোষণা করেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা পাঁচ জনেরও নাম জানান। দ্বিতীয় স্থানে থাকা ৪ জনই মেয়ে। হুগলির মৌনিশা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী এবং দীপিকা রায় এবং পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। এঁদের প্রাপ্ত নম্বর ১৩২। তৃতীয় স্থানেও রয়েছেন ৪ জন। উত্তর ২৪ পরগণার মেহদি হাসান, পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামি অধিকারী এবং বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল। এঁদের প্রাপ্ত নম্বর ১৩১। গৌতম জানান, রেজাল্ট ঘোষণা হওয়ার পরই পর্ষদের ওয়েবসাইটে বাকি প্রায় ৬ লক্ষ ২০ হাজার টেট পরীক্ষার্থীও তাঁদের পরীক্ষার ফল জানতে পারবেন।

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে অশান্তির আবহেই কলকাতা হাই কোর্টের নির্দেশে ২০২২ সালের ডিসেম্বরে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের আয়োজন হয়েছিল। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। এঁদের মধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ।

Advertisement

২০২২ সালের এই পরীক্ষার ফলে দেখা যাচ্ছে, দেড় লক্ষের কিছু বেশি টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৪০৮ জন মহিলা পরীক্ষার্থী। ৮১ হাজার ৭৭ জন পুরুষ। ৬ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement