ভ্যাপসা গরম, অস্বস্তি আর কত দিন? — ফাইল চিত্র।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরম। আর্দ্রতার কারণে অস্বস্তিও বেশি। দক্ষিণবঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন, উত্তরবঙ্গের পর কবে এখানে প্রবেশ করবে বর্ষা? সেই নিয়ে আপাতত আশার কথা শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। কবে দক্ষিণে বর্ষা প্রবেশ করবে, তা স্পষ্ট হতে সময় লাগবে আরও কয়েক দিন। তবে সপ্তাহের মাঝে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণে আগামী দু’দিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হবে না।
উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের ছ’দিন আগে প্রবেশ করেছে বর্ষা। ৩১ মে সেখানে মৌসুমি বায়ু প্রবেশ করেছিল। দক্ষিণবঙ্গে ১০ জুন, সোমবার বর্ষা প্রবেশের কথা ছিল। কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বর্ষা আসছে না। কবে আসবে বর্ষা, তা স্পষ্ট হতে আরও কয়েক দিন সময় লাগবে। আগামী দু’দিন তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। তার পর তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় থাকছে গরম। আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে। বীরভূমে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। আগামী শনিবার পর্যন্ত এই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরে বর্ষা আগেই প্রবেশ করেছে। সেখানে আট জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে আগামী সপ্তাহ জুড়ে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জারি কমলা সতর্কতা। উত্তরে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হবে না।