— প্রতিনিধিত্বমূলক চিত্র।
অবশেষে পারদপতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার দাপটে বছরের শেষে ফের ফিরতে চলেছে চেনা শীতের আমেজ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও তারপর এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি পারদপতন হতে পারে। নতুন বছর শুরু হওয়ার পরেও চলবে শীতের ইনিংস। সঙ্গে কুয়াশার চাদরে ঢাকবে বঙ্গের বেশিরভাগ জেলা।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বরং শনিবারের চেয়ে তাপমাত্রা বেড়েছে। সোমবার ভোরেও তাপমাত্রা বিশেষ কমার সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আলিপুর। ফলে বছরের শেষে ফিরতে পারে শীতের আমেজ। কলকাতার পারদ ১৪ ডিগ্রির নীচে নেমে যেতে পারে।
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। আগামী কয়েক দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সোম ও মঙ্গলবার সকালের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দার্জিলিঙের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।