Winter Season

হেমন্তে পুরুলিয়ার টেক্কা কালিম্পংকে

আবহবিদেরা বলছেন, আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রায় তেমন বদলের সম্ভাবনা নেই। তার ফলে হেমন্তের এই আবহাওয়া আপাতত মিলবে। মালুম হবে উত্তুরে হাওয়ার হিমও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৮:২৫
Share:

হিমেল হাওয়ার স্পর্শে পারদ পতন অব্যাহত রাজ্যে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

হিমেল হাওয়ার স্পর্শে পারদ পতন অব্যাহত রাজ্যে। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভরা হেমন্তের তাপমাত্রার পতনের নিরিখে উত্তরবঙ্গের তরাই এবং পাহাড়ের একাংশকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পুরোদস্তুর শীত না হলেও রাতবিরেতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে মহানগর এবং লাগোয়া জেলাগুলিতে।

Advertisement

আবহবিদেরা বলছেন, আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রায় তেমন বদলের সম্ভাবনা নেই। তার ফলে হেমন্তের এই আবহাওয়া আপাতত মিলবে। মালুম হবে উত্তুরে হাওয়ার হিমও।

আলিপুর হাওয়া অফিসের খবর, সোমবার উত্তরবঙ্গের কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তরাইয়ের কোচবিহার ও জলপাইগুড়িতে যথাক্রমে ১৬.৭ ও ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় ১২.৭ ডিগ্রি। বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস। খুব বেশি পিছিয়ে নেই বর্ধমান, সিউড়ি, ক্যানিংও। ওই এলাকাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কাছাকাছি।

Advertisement

আবহবিদেরা বলছেন, উত্তর- পশ্চিম ভারতের তাপমাত্রার পতন হওয়ায় উত্তুরে বাতাস আরও ঠান্ডা হয়েছে। বাধাহীন ভাবে সেই হাওয়া দক্ষিণবঙ্গে বয়ে আসায় পারদ নামছে। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী পাঁচ দিনেও উত্তর-পশ্চিম ভারতের পরিস্থিতি তেমন বদলাবে না। মধ্য ভারতেও তাপমাত্রা কিছুটা নামবে। আবহবিদদের একাংশের মতে, ফলে এ রাজ্যেও আপাতত থার্মোমিটারের পারদ মাথাচাড়া দেবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement