ফিরল মেয়ে, কাটল না জট

অবশেষে খোঁজ মিলল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের নিখোঁজ কিশোরীর। তবে সোমবার সে নিজেই ফিরেছে, না পুলিশ তাকে খুঁজে বার করেছে, এত দিন সে কোথায় ছিল— এ সব প্রশ্নের জবাব মেলেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০৩:১০
Share:

অবশেষে খোঁজ মিলল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের নিখোঁজ কিশোরীর। তবে সোমবার সে নিজেই ফিরেছে, না পুলিশ তাকে খুঁজে বার করেছে, এত দিন সে কোথায় ছিল— এ সব প্রশ্নের জবাব মেলেনি।

Advertisement

রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) অনুজ শর্মা এ দিন নবান্নে বলেন, ‘‘গত ৫ মে থেকে ষোলো বছরের ওই কিশোরী নিখোঁজ ছিল। এ দিনই তার খোঁজ মিলেছে।’’ মেয়েটি এখন পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি। আইজি-র দাবি, ‘‘কিশোরীটি পুলিশের কাছে বলেছে, বাবা মারধর করত বলে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল।’’ তবে সে নিজেই গ্রামে ফিরল, না পুলিশ তাকে খুঁজে বার করল, সে প্রশ্নের জবাব দেননি ওই পুলিশ-কর্তা।

পক্ষান্তরে, কিশোরীর বাবা এ দিনও (মেয়ে ফেরত আসার আগে) দাবি করেছেন, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে।

Advertisement

মেয়েটিকে অপহরণ করা হয়েছে এই অভিযোগে কত কয়েকদিন ধরেই সুর চড়াচ্ছিল বিজেপি। ‘অপরাধী’দের গ্রেফতার করার দাবিতে মগরাহাট থানার সামনে লাগাতার অবস্থান-বিক্ষোভে বসেন দলের নেতা-নেত্রীরা। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ দাবি করেন, ‘‘আমাদের আন্দোলনের চাপে পড়েই মেয়েটিকে ফেরাতে বাধ্য হল পুলিশ-প্রশাসন।’’

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ দিন কলকাতায় দেখা করে মেয়েটির বাবা-মায়ের সঙ্গে। কমিশনের সদস্যেরা মগরাহাটে কিশোরীর বাড়িতেও যান। ললিতাদেবী পরে বলেন, ‘‘যা শুনেছি, নাবালিকা মেয়েটিকে আগে এক বার তুলে নিয়ে যাওয়া হয়েছিল। দ্বিতীয়বার বন্দুক দেখিয়ে নিয়ে গিয়েছে। রাজ্য সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। মেয়েদের নিরাপত্তার দিকটি আরও দেখা উচিত।’’ দিল্লিতে ফিরে গিয়ে দশ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন জানিয়ে তাঁর সংযোজন, ‘‘গত ছ’মাসে এ রাজ্য থেকেই জাতীয় মহিলা কমিশনে ছ’টি গুরুতর অভিযোগ জমা পড়েছে। অন্য রাজ্যের তুলনায় যা যথেষ্ট উদ্বেগজনক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement