তরুণ মজুমদারের প্রয়ানে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। — নিজস্ব চিত্র।
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে ওই শোকবার্তা জানানো হয়েছে। সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে এসএসকেএমের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওই পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
শোকবার্তায় লেখা হয়েছে, ‘বিশিষ্ট চিত্রপরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন। তাঁর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে। তরুণ মজুমদার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র, ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘সংসার সীমান্তে’, ‘গণদেবতা’, ‘শহর থেকে দূরে’, ‘পথভোলা’, ‘চাঁদের বাড়ি’, ‘আলো’ ইত্যাদি উল্লেখের দাবি রাখে।’
প্রয়াত পরিচালক সম্পর্কে ওই শোকবার্তায় আরও লেখা হয়েছে, ‘তিনি পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, বিএফজেএ পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার-সহ বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন।তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি তরুণ মজুমদারের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’