RG Kar Medical College and Hospital Incident

ডাক্তারদের সমর্থনে প্রতীকী অনশন

টবিন রোডের অস্থায়ী অনশন মঞ্চে শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টার অনশন চলে। প্রতীকী অনশন কর্মসূচিতে ১৯ জন অংশগ্রহণ করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৮:৫৯
Share:

—ফাইল চিত্র।

জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবির সমর্থনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করলেন বরানগর ‘জয়েন্ট অ্যালামনি ফোরাম অব স্কুল্‌স’-এর সদস্যেরা। টবিন রোডের অস্থায়ী অনশন মঞ্চে শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টার অনশন চলে। প্রতীকী অনশন কর্মসূচিতে ১৯ জন অংশগ্রহণ করেছেন।

অনশনকারীদের পক্ষে তিতাস সোহিনী মৈত্র বলেন, ‘‘সরকারের অমানবিকতার মুখে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকেরা যে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার প্রতি সংহতি জানিয়ে এবং তিলোত্তমার জন্য ন্যায়বিচারের দাবিতে আমরা প্রতীকী অনশন করলাম। আমরা আবেদন করছি, সরকার সহানুভূতিশীল হোক। চিকিৎসকদের ন্যায্য দাবি মেনে নিক। যদি সদর্থক পদক্ষেপ না হয়, ভবিষ্যতে আমরা আমাদের আন্দোলনকেও তীব্রতর করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন