Calcutta High Court

Rakhal Bera: শুভেন্দু-ঘনিষ্ঠ রাখালকে জামিন দিল হাই কোর্ট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারপতির

সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে রাখালের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৪:৩৪
Share:

রাখাল বেরা ফাইল চিত্র।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরাকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। সেই সঙ্গে এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি।

Advertisement

সোমবার বিচারপতি রাজশেখর মান্থা রাখালকে জামিন দেন। আদালত জানিয়েছে, পরবর্তী কালে রাখালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে পুলিশকে। আদালতের অনুমতি ছাড়া রাখালের বিরুদ্ধে এফআইআর করতে পারবে না পুলিশ।

সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ ওঠে রাখালের বিরুদ্ধে। মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়। তার পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও রাখালের আইনজীবী দাবি করেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে। কিছু দিন আগে কাঁথি আদালতে চিৎকার করে স্বেচ্ছামৃত্যুর আবেদনও করেছিলেন রাখাল। অবশেষে তাঁকে জামিন দিল কলকাতা হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement