কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় রাজভবনে। —নিজস্ব চিত্র।
রাজ্যে এসেছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাজভবনে গিয়ে মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও কেরলের মানুষ। তবে সরকারি কাজে দিল্লি গিয়েছেন রাজ্যপাল বোস। তাই আরিফ-শুভেন্দু সাক্ষাতের সময়ে তিনি ছিলেন না। বাংলার উপহার ও মিষ্টি নিয়ে কেরলের রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা। পরে তিনি বলেছেন, ‘‘কেরলের রাজ্যপালকে ওনাম উৎসবের শুভেচ্ছা জানিয়েছি। তিনি রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে ভাল আলোচনা হয়েছে।’’ অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সম্প্রতি সওয়াল করেছিলেন আরিফ। যা বিজেপির রাজনৈতিক পরিকল্পনা। এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে এ রাজ্যের বিরোধী দলনেতার সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক শিবিরের একাংশের ধারণা।